বিশ্বজমিন
দাকোপ উপজেলা-পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত, ২ নেতা বহিষ্কার
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
১৪ মে ২০২৫, বুধবারখুলনার দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার সুনির্দিষ্ট অভিযোগে চালনা পৌরসভা বিএনপি’র আহ্বায়ক মো. মোজাফফর হোসেন ও চালনা পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আইয়ুব আলী কাজীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর কে.ডি ঘোষ রোডস' দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেয়া হয়। খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল যুগ্ম-আহবায়করা উপসি'ত ছিলেন। খুলনা জেলা বিএনপি’র পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ হল- দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা, চালনা পৌরসভা বিএনপি’র আহবায়ক মো. মোজাফফর হোসেনকে এবং স'ায়ী বহিস্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। আর বিএনপি নেতা আইয়ুব আলীকে সাময়িক বহিস্কার করে তাকে কেন চূড়ান্ত বহিস্কার করা হবে না মর্মে শোকজ করা হয়েছে। এছাড়া জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক বাবু অসিত কুমার সাহাকে রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলার সাংগঠনিক কর্মকান্ডের পাশাপাশি দাকোপ-বটিয়াঘাটার সাংগঠনিক টিমে সম্পৃক্ত করা হয়েছে। এছাড়া গত সোমবার দাকোপে সৃষ্ট ঘটনার প্রেক্ষাপটের সাথে সম্পৃক্ত ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কতিপয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস'া নেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে সভায়।
সভায় খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, তৃণমূল পর্যায় থেকে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন প্রক্রিয়া চলছে। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়কদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগনের সরকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপি’র পতাকাতলে সমবেত হবার আহবান জানিয়েছেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম,মো. তৈয়্যেবুর রহমান, গাজী তফছির আহম্মেদ, জিএম কামরুজ্জামান টুকু, বাবু অসিত কুমার সাহা, এসএম শামীম কবীর ও অধ্যাপক মনিরুল হক বাবুল।