বিনোদন
কান উৎসবে বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশের 'আলী'
স্টাফ রিপোর্টার
(৭ ঘন্টা আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২৭ অপরাহ্ন

সদ্য শেষ হলো ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। এই উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন দেওয়া হয়েছে আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটিকে। গতকাল উৎসবের শেষ দিনে এই ঘোষণা করা হয়। সিনেমাটি কানে গত শুক্রবার প্রদর্শিত হয়। প্রিমিয়ারের আগে কান থেকে আদনান আল রাজীব বলেছিলেন, গায়ে কাঁটা দিচ্ছে। দেশ–বিদেশের সিনেমা সমালোচক, পরিচালক, প্রযোজক সিনেমাটি নিয়ে কী বলেন, সে অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তিনি। এছাড়া তিনি আরও বলেন, আমি বরাবরই বিশ্বাস করি, যখন আপনি সত্যিকারের কিছু বলেন, সবাই সেটা অনুভব করতে পারে, সে যে–ই হোক না কেন। আমি মুখোমুখি হব একজন নির্মাতা হিসেবে, নিজের গল্প নিয়ে, নিজের ভাষা নিয়ে। ভয় নেই; কারণ, আমি জানি এটাই আমার সত্য। নাটক, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্র বানিয়ে ১৮ বছর পার করে দিয়েছেন আদনান। পরিচালক হিসেবে সবচেয়ে মন ভালো করা খবরটি পেলেন।