× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

লীগে অংশ নিলে শাস্তি প্রত্যাহার মোহামেডান-মেরিনার্সের

খেলা

স্পোর্টস রিপোর্টার
২১ অক্টোবর ২০২০, বুধবার

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও মেরিনার ইয়াং ক্লাবের চার কর্মকর্তার শাস্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। তবে তাদের শাস্তি প্রত্যাহার করা হয়েছে শর্ত সাপেক্ষে। গতকাল নির্বাহী কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাশিহুজ্জামান সেরনিয়াবাত। এ সময় তিনি বলেন, মোহামেডান ও মেরিনার্সের চার কর্মকর্তার বিরুদ্ধে যে শাস্তি আরোপ করা হয়েছিল তা শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হয়েছে।’ এদিকে উষার আবেদনের প্রেক্ষিতে সাত-আট দিনের মধ্যে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন ফেডারেশন সভাপতি।
২০১৮ সালের ৭ই জুন মোহামেডান ও মেরিনার্সের মধ্যকার প্রিমিয়ার হকি লীগের সুপার ফাইভের ম্যাচে সংঘাতে জড়ান দুই ক্লাবের কর্মকর্তারা। ওই ঘটনার ৫ মাস পর ফেডারেশন দণ্ড দেয় দুই ক্লাবের চার কর্মকর্তাকে। মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স, মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান রানাকে ৫ বছর বহিষ্কারের পাশাপাশি জরিমানা করা হয় ১ লাখ টাকা করে। মোহামেডানের সহকারী ম্যানেজার আসাদুজ্জামান চন্দন ও মেরিনার্সের কর্মকর্তা নজরুল ইসলামকে ৩ বছরের জন্য হকির কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করার পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করে ফেডারেশন।
প্রতিবাদে মোহামেডান তাদের চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেনি। সেই সাসপেনশনের জের ধরে বেঁকে বসে মোহামেডান ও মেরিনার্স। কর্মকর্তাদের ওপর থেকে শাস্তি প্রত্যাহার না করা হলে লীগ কমিটিতে প্রতিনিধি প্রেরণ ও খেলা সম্ভব নয় বলে জানায় ক্লাব দুটি। অবশেষে লীগ আয়োজনের স্বার্থে ফেডারেশন ওই শস্তি প্রত্যাহার করলো। তবে শাস্তি প্রত্যাহার হবে দুই ক্লাব দলবদলে অংশ নেবে- এমন নিশ্চয়তা দিলে। ফেডারেশনের সভাপতি বলেন, ‘আমরা হকিকে সামনে এগিয়ে নিতে চাই। আমাদের প্রিমিয়ার লীগ মাঠে নামাতে হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে লীগ শুরুর টার্গেট করে আমরা এগুচ্ছি।’
উল্লেখ্য, ঘরোয়া হকির সবচেয়ে আকর্ষণীয় প্রিমিয়ার লীগের সবশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর