× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

এবার আইসিসিতে সানজিদার সেই ছবি

খেলা

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২০, বুধবার

ক্রিকেটার সানজিদা ইসলামের গায়ে হলুদের সেই ছবি স্থান পেল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টুইটার পেজে। আইসিসি ছাড়াও এই ছবিসহ খবর ছেপেছে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। গত শুক্রবার গায়ে হলুদের পোশাকেই ব্যাট-বল হাতে মাঠে নেমে পড়েন সানজিদা ইসলাম। তার এসব ছবি এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

নিজেদের টুইটার হ্যান্ডলে সানজিদার গায়ে হলুদের এই বিশেষ ফটোশুটের কয়েকটি ছবি একসঙ্গে কোলাজ বানিয়ে আপলোড করেছে আইসিসি। তারা লিখেছে, ‘পোশাক, গহনা এবং ব্যাটÑ একজন ক্রিকেটারের বিয়ের ফটোশুট যেমন হওয়া মানায়।’

একই ফটোশুটের ছবি আপলোড করে ক্রিকইনফোতে লেখা হয়েছে, ‘যেই বিয়ের ফটোশুট আমাদের সোজা বোল্ড করে দিয়েছে। বাংলাদেশ দলের আন্তর্জাতিক ক্রিকেটার সানজিদা ইসলাম দারুণ কিছু পোজ দিয়েছেন। তিনি বিয়ে করেছেন রংপুরের প্রথম শ্রেণির ক্রিকেটার মীম মোসাদ্দেককে।’
গত শনিবার ক্রিকেটার মীম মোসাদ্দেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সানজিদা। শুক্রবার ছিল গায়ে হলুদ।
হলুদের ছবি তুলতেই রংপুর স্টেডিয়ামে ছুটে গিয়েছিলেন সানজিদা। সেখানে ফটোসেশনের একপর্যায়ে ব্যাট-বল দেখে ‘কনে’ আর নিজেকে সামলে রাখতে পারেননি।

স্থানীয় কিশোর-তরুণরা টেনিস বল দিয়ে ক্রিকেট খেলছিল। সানজিদা তাদের কাছ থেকে ব্যাটটা চেয়ে নেন। পেছনে অগোছালো তিন স্ট্যাম্প রেখে নেমে পড়েন ব্যাটিংয়ে। আর তা ধরা পড়ে ক্যামেরায়। সানজিদার স্বামী মীম মোসাদ্দেক প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন রংপুর বিভাগীয় দলের হয়ে। ঢাকায় খেলেছেন প্রথম বিভাগ ক্রিকেটে।

গত শুক্রবার তোলা ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর তুমুল সাড়া ফেললো। সানজিদা নিজেও বুঝতে পারেননি, গায়ে হলুদের সাজে ব্যাটিংয়ের ছবি তার জন্য কত সুন্দর মুহূর্ত বয়ে আনতে যাচ্ছে। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেও ক্রিকেটই তার ধ্যানজ্ঞান। বিয়ের পরও ২২ গজ রাঙাতে চান তিনি। জীবনসঙ্গী ক্রিকেটার হওয়ায় ক্রিকেট জীবনে কোনো প্রভাব পড়বে না বলেই বিশ্বাস সানজিদার। সানজিদা ইসলাম বলেন, ‘আমার বর নিজেই ক্রিকেটার। আমার পেশাদার জীবনের জন্য এটা বরং আরও ভালো দিক। এখন আরও সমর্থন পাবো।’

২০০৯ সালে বিকেএসপিতে ভর্তি হন সানজিদা ইসলাম। ২০১২ সালে আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টি দিয়ে বাংলাদেশের জার্সি গায়ে জড়ান এই টপ অর্ডার ব্যাটার। ২০১৪ সালে অভিষেক ওয়ানডেতে। ২০১৮’র এশিয়া কাপজয়ী দলের অন্যতম সদস্য তিনি। চলতি বছরের শুরুতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন সানজিদা। বাংলাদেশের হয়ে ৫৪ ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর