করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মামুন রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গত ১২ নভেম্বর থেকে লন্ডনের সেন্ট গ্রেগরী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ তার মৃত্যু হয়।
তিনি একজন চার্টার্ড একাউন্ট ছিলেন। খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত উপদেষ্টা ছিলেন। তার বড় ভাই গণসাহায্য সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফ র মাহমুদ হাসান মানবজমিনকে জানান, তাকে লন্ডনে দাফন করা হবে।
জনাব মামুন রহমান পরোপকারি ছিলেন। করোনাকালে খুলনায় নিজ এলাকায় শত শত মানুষকে তিনি অর্থ এবং খাদ্য সহায়তা করেছেন। তিনি বাংলাদেশে মৃত্যুদণ্ডবিরোধী সংগঠন 'সাপোর্ট লাইফ'-এর চেয়ারম্যান ছিলেন।।
Adv Solaiman
২৩ নভেম্বর ২০২০, সোমবার, ১০:৫৬Inna lillahi wa ilaihi Rajeun may Allah grant him Jannatul Ferdsus Ameen