× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কাঁধের চোটে ছিটকে গেলেন পুকোভস্কি

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার

ব্রিসবেনে চতুর্থ টেস্টে ভারতের বিপক্ষে উইল পুকোভস্কিকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। চোটের কারণে সিরিজের শেষ ম্যাচটিতে খেলা হবে না সিডনিতে অভিষিক্ত এই ওপেনারের।
প্রথম দু’টি টেস্টে ডেভিড ওয়ার্নারের চোট ছিল। কনকাশনের জন্য উইল পুকোভস্কি স্কোয়াডে ছিলেন না। ফলে অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছিলেন ম্যাথিউ ওয়েড ও জো বার্নস।
ওয়েড ফর্মে থাকলেও জো বার্নস ভালো খেলতে পারেননি। ওয়ার্নার ও পুকোভস্কি একই সঙ্গে চোট সারিয়ে তৃতীয় টেস্টে দলে ফেরেন। ফলে বাদ পড়তে হয় জো বার্নসকে। সিডনি টেস্টে ওয়ার্নার পরিচিত ছন্দে ধরা না দিলেও পুকোভস্কি আত্মপ্রকাশেই চমকে দেন।
যদিও সেই ধারা বজায় রাখার সুযোগ পাচ্ছেন না এই তরুণ ওপেনার। সিডনির অভিষেক টেস্টে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পান তিনি। ফলে ব্রিসবেনের শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন উইল।
গাব্বায় বুধবার অনুশীলন করেননি পুকোভস্কি। আজ বৃহস্পতিবার ইনডোরে কিছুক্ষণ ব্যাটিং করলেও ফিল্ডিং করেননি। অনুশীলনের পর অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন নিশ্চিত করেন যে, পুকোভস্কি ফিটনেস টেস্টে পাশ করতে পারেননি। ফলে ব্রিসবেন টেস্টের প্রথম একাদশে জায়গা হচ্ছে না তার। পুকোভস্কির পরিবর্তে খেলবেন মার্কাস হ্যারিস। ক্যারিয়ারের প্রথম টেস্টের দুই ইনিংসে পুকোভস্কি যথাক্রমে ৬২ ও ১০ রান করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর