× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

গার্ডারে ফাটল, ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট

অনলাইন

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
(৩ বছর আগে) জানুয়ারি ১৪, ২০২১, বৃহস্পতিবার, ৪:৩৩ অপরাহ্ন

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার সালেহপুর সেতুর গার্ডারে ফাটল দেখা দেয়ায় এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষনা করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এঘটনায় সেতুর একটি লেন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় গাড়ির অতিরিক্ত চাপের কারণে যান চলাচলে বিঘœ ঘটনায় চরম দুর্ভোগে পড়েছে সড়ক ব্যবহারকারীরা।


সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন জানান, দুই লেন বিশিষ্ট সেতুটির সাভার থেকে ঢাকাগামী লেনের অংশের গার্ডারে ফাটল দেখা দেওয়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। সেতুটি দ্রুত মেরামত করা হবে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানায়, সালেহপুর সেতুর একটি অংশ দেবে গেছে। সেতুর নিচের আটটি ভীমের মধ্যে চারটিতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এছাড়া সেতুর ঝুঁকিপূর্ণ লেনের অংশটিতে যান চলাচল বন্ধ রাখায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। তাই যানজট এড়াতে সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া এই পথ পরিহারের পরামর্শ দিয়েছেন সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয়টি নজরে আসার পর গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এক লেইন বন্ধ করে দেয়া (সাভার থেকে ঢাকাগামী) সংস্কারের কাজ শুরু করেছে ঢাকা সড়ক বিভাগ। এক লেইন দিয়ে যান চলাচলের কারণে মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হয়, এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর