× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

নৌবাহিনীর শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ জাতীয় অ্যাথলেটিক্স

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৮ জানুয়ারি ২০২১, সোমবার

এবারের জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জাতীয় রেকর্ড হয়েছে দুটি। প্রথম দিনে নারীদের হাই জাম্পে বাংলাদেশ সেনাবাহিনীর ঋতু আক্তার ১.৭০ মিটার লাফিয়ে নতুন রেকর্ড গড়েন। আর শনিবার দ্বিতীয় দিনে নারীদের ৩০০০ মিটার দৌড়ে রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন বাংলাদেশ নৌবাহিনী রিংকি বিশ্বাস। ১০:৪৩.৩০ মিনিট সময় নিয়ে এই ইভেন্টে ১৭ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রিংকি। এই ইভেন্টে ২০০৩ সালে হালিমা খানম বিথি সময় নিয়েছিলেন ১১:০৮.১৫ মিনিট। নতুন রেকর্ড গড়তে না পারলেও ৪০০ মিটার স্প্রিন্টে রেকর্ড স্পর্শ করেছেন জহির রায়হান। জহির এবারই প্রথম চার ইভেন্টে অংশ নিয়ে চারটিতে স্বর্ণ জিতে সেরা অ্যাথলেট নির্বাচিত হয়েছেন। তবে চারটিতে সোনা জিতেও নারী বিভাগে সেরা হতে পারেননি শিরিন আখতার।
তাকে পেছনে ফেলে হাই জাম্পে নতুন রেকর্ড গড়ে সেরা নারী অ্যাথলেট হয়েছেন ঋতু আক্তার। ২১ স্বর্ণ, ১২ রৌপ্য ও ১৩ ব্রোঞ্জসহ ৪৬টি পদক নিয়ে এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী।  ১৩ স্বর্ণ, ২০ রৌপ্য এবং ৯টি ব্রোঞ্জ জিতে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় এবং ১ স্বর্ণ ও ৫ ব্রোঞ্জসহ ৬টি পদক নিয়ে ৩য় হয়েছে আনসার ও ভিডিপি। এই প্রতিযোগিতায় সেরা সংগঠকের পুরষ্কার পেয়েছেন শেখ শরাফত একাডেমির প্রতিষ্ঠাতা এস এম শরাফত হোসেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর