ঢাকা, ২৩ এপ্রিল ২০২১, শুক্রবার, ১০ রমজান ১৪৪২ হিঃ
রাজধানীর কদমতলী ঢাকা ম্যাচ ফ্যাক্টরির সামনে লেগুনা ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোবারক হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে থানা পুলিশ। শনিবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুল হক জানান, সকালে ঢাকা ম্যাস ফ্যাক্টরি সংলগ্ন মসজিদের সামনে একটি লেগুনা ও অটোরিকশার মুখোমুুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার আরোহী মোবারক। একই ঘটনায় অটোরিকশার আরেক আরোহী পাপ্পু (২০) নামে আরেক যুবক সামান্য আহত হয়েছেন। লেগুনা ও অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি, কুমিল্লার দেবিদ্বার উপজেলার চৌদ্দকোট গ্রামের। তার পিতার নাম আলী আশরাফ। শ্যামপুর আলীরাজ স্টিল মিলে কাজ করতেন তিনি।