× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

আট মৌসুম পর চ্যাম্পিয়নস লীগের ফাইনালে চেলসি

খেলা

স্পোর্টস ডেস্ক
৬ মে ২০২১, বৃহস্পতিবার

উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালের স্বপ্ন বুনলেও রিয়াল মাদ্রিদ প্রথমেই পিছিয়ে পড়ে ঘরের মাঠে। প্রথম লেগে গুরুত্বপূর্ণ অ্যাওয়ে গোলের সুবাদে ড্র করা ম্যাচেও এগিয়ে ছিল টমাস টুখেলের দল। দ্বিতীয় দেখায় স্ট্যামফোর্ড ব্রিজে আধিপত্য দেখানোর বদলে চেলসির গোছানো খেলায় ২-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বাদ পড়লো জিনেদিন জিদানের শিষ্যরা। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের অগ্রগামিতায় আট মৌসুম পর চ্যাম্পিয়নস লীগের ফাইনালে পৌঁছালো টিম ব্লুজ। ২০১১-১২ আসরে বায়ার্ন মিউনিখকে হারিয়ে শেষবার ফাইনালে উঠেছিল চেলসি।
রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচজুড়ে বল দখলে আধিপত্য দেখালেও তাদের রক্ষণে ভীতি ছড়ায় চেলসির আক্রমণভাগ। গোলের উদ্দেশ্যে ১৫টি শট নেয় স্বাগতিক দল, যার ৫টি লক্ষ্যে ছিল। অপরদিকে ৭টি শটের ৫টি লক্ষ্যে রাখে রিয়াল।
ম্যাচের দশম মিনিটে প্রথম লক্ষ্যে শট নেয় রিয়াল মাদ্রিদ। টনি ক্রুসের দূর থেকে নেয়া শট অনায়াসে নিয়ন্ত্রণে নেন গোলরক্ষক এডওয়ার্ড মেন্ডি।

পরের মিনিটে পাল্টা আক্রমণ চালায় চেলসি। অ্যান্টোনিও রুডিগারের জোরালো শট পাঞ্চ করার পর মাউন্টের গোলমুখে বাড়ানো বল পা দিয়ে রুখে দেন থিবো কোর্তোয়া। কিছুক্ষণবাদে বল জালে পাঠান টিমো ভেরনার। তবে অফসাইডের ফাঁদে পড়ে গোলবঞ্চিত হয় চেলসি।
২৬তম মিনিটে করিম বেনজেমার জোরালো শট ঝাঁপিয়ে ফেরান মেন্ডি। দুই মিনিটের ব্যবধানে ম্যাচে লিড নেয় চেলসি। ভেরনারের পাস পেয়ে  ডি-বক্সে বল বাড়ান এনগোলো কন্তে। বক্সে বল পেয়ে এগিয়ে আসা কোর্তোয়ার ওপর দিয়ে চিপ করেন হাভার্টজ। বল ক্রসবারে লেগে ফিরে আসছিলো, তবে সঠিক সময়ে গোলমুখে ছুটে গিয়ে হেডে ফাঁকা জালে বল জড়ান ভেরনার।
৩৫তম মিনিটে লুকা মডরিচের ক্রসে বেনজেমার হেডে কর্নারের বিনিময়ে লাফিয়ে বল ঠেকান মেন্ডি।
বিরতি থেকে ফিরেই ব্যবধান বাড়ানোর সুযোগ কাজে লাগাতে পারেনি চেলসি। ৪৭তম মিনিটে হাভার্টজের হেড ক্রসবারে বাধা পায়। পরের ১২ মিনিটে আরো দুটি ভালো সুযোগ পায় তারা। গোলমুখে বল পেয়ে উড়িয়ে মারেন ম্যাসন মাউন্ট। গোলরক্ষককে একা পেয়েছিলেন হাভার্টজ, তবে তার শট এগিয়ে গিয়ে রুখে দেন কোর্তোয়া। ৬৬তম মিনিটে কন্তের জোরালো শট রুখে দিয়ে ব্যবধান বাড়তে দেননি এই বেলজিয়ান গোলরক্ষক।
৮৫তম মিনিটে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ম্যাসন মাউন্ট। নাচো ফের্নান্দেজের থেকে বল কেড়ে কন্তে ডি-বক্সে পুলিসিকের উদ্দেশ্যে বল বাড়ান। পুলিসিকের কাটব্যাক পেয়ে লক্ষ্যভেদ করেন মাউন্ট।
আগামী ২৯ শে মে তুরস্কের ইস্তানবুলে শিরোপা লড়াইয়ে নামবে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও চেলসি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর