× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কুষ্টিয়ায় করোনায় একদিনে ৯ জনের মৃত্যু অক্সিজেন সংকট

দেশ বিদেশ

কুষ্টিয়া প্রতিনিধি=
২০ জুন ২০২১, রবিবার

 কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ১৮ ঘণ্টায় মারা গেছেন ৯ জন। মৃতদের সবাই করোনা পজেটিভ হয়ে চিকিৎসাধীন ছিলেন। এটি কুষ্টিয়ায় একদিনে (এ যাবৎকালের) সব থেকে বেশি মৃত্যু। এদিকে ক্রমবর্ধমান রোগীর চাপে অক্সিজেন সাপোর্ট সেবা দিতেও সক্ষমতা হারিয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ১শ’ শয্যার বিপরীতে গতকাল দুপুর ২টা পর্যন্ত ১২০ জন রোগী ভর্তি রয়েছেন। এদিকে, গত শুক্রবার জেলায় নতুন করে ১১২ জন রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার প্রায় ৩২ শতাংশ। জানা গেছে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিজস্ব মজুতকরণ সক্ষমতায় সর্বোচ্চ ৩০ জনকে অক্সিজেন সাপোর্ট দেয়া সম্ভব।
বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে ভর্তিকৃত ৮০ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে প্রায় অধিকাংশেরই অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হচ্ছে।  এখানে করোনা ওয়ার্ডে ১শ’ শয্যার বিপরীতে বর্তমানে ১২০ জন রোগী ভর্তি রয়েছেন। ওয়ার্ডে নতুন করে আর কোনো রোগী ভর্তির সুযোগ নেই। এ পরিস্থিতিতে জেনারেল হাসপাতাল থেকে ৩০ জন সাধারণ রোগীকে পাশের মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে স্থানান্তর করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো থেকে যেসব রোগীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হচ্ছে, সেসব রোগীর প্রত্যেকেরই অক্সিজেন প্রয়োজন হচ্ছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আসাসিক চিকিৎসক ডা. তাপস কুমার সরকার জানান, কুষ্টিয়ায় উদ্বেগজনকহারে সংক্রমণ বেড়ে চলেছে। গত ১০ দিনে জেলায় ৬৬৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। করোনা চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে জেলা করোনা প্রতিরোধ কমিটি দ্বিতীয় দফায় আরও ৭ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। তবে এই বিধিনিষেধ অনেকটা কাগজে-কলমেই সীমাবদ্ধ ছিল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর