× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

শেষ আটে আর্জেন্টিনার সঙ্গী উরুগুয়ে, প্যারাগুয়ে

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২১, শুক্রবার

আগেই শেষ আট নিশ্চিত করেছিল আর্জেন্টিনা ও চিলি। কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে তাদের সঙ্গী হয়েছে উরুগুয়ে ও প্যারাগুয়ে। বলিভিয়াকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। একই ব্যবধানে চিলিকে হারিয়েছে প্যারাগুয়ে। তিন ম্যাচের সবকটিতে হেরে বিদায় নিয়েছে বলিভিয়া।

বল দখলের লড়াইয়ে দুই দল প্রায় সমানে টক্কর দিলেও বলিভিয়ার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে উরুগুয়ে। প্রতিপক্ষের গোলমুখে ২২টি শট নেয় তারা। তবুও সুয়ারেজ-কাভানির সমন্বয়ে গড়া আক্রমণ ভাগ সেভাবে আতঙ্ক ছড়াতে পারেনি বলিভিয়ার রক্ষণে। ম্যাচ শুরুর বাঁশি বাজার চার মিনিটের মাথায় বলিভিয়ার গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন কাভানি।
সুযোগ এসেছিল ম্যাচের ১১, ২০ ও ২৭ মিনিটে। তবে স্কোর করতে পারেননি তিনি। প্রথমার্ধ শেষের বাঁশি বাজার ৫ মিনিট আগে ভুল করে বসেন বলিভিয়ার গোলরক্ষক কার্লোস ল্যাম্পে। ৪০তম মিনিটে কাভানির নেওয়া শট ঠেকাতে গিয়ে নিজের জালেই বল জড়িয়ে ফেলেন তিনি। বিরতি থেকে ফিরে ৭৯তম স্কোর কার্ডে নাম গোলের দেখা পান কাভানি। বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো তোরেসের ক্রস থেকে বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে সেটি জালে জড়াতে ভুল করেননি ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার।

চিলির বিপক্ষে ম্যাচের ৩৩তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন প্যারাগুয়ে ফরোয়ার্ড ব্রায়ান সামুদিও। বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮ মিনিটে পেনাল্টি পায় গুস্তাভো গোমেজের দল। গোল করতে ভুল করেননি আলমিরন। ২-০ গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। পরে এই ব্যবধানে ম্যাচ জিতে শেষ আট নিশ্চিত করে তারা।

বল দখলের লড়াইয়ে আধিপত্য ছিল চিলির। তবে গোলের সুযোগ তৈরি করতে পারেননি আর্তুরো ভিদাল, এদুয়ার্দো ভারগাসরা। পুরো ম্যাচে চিলির ফুটবলাররা নিজেদের পায়ে বল রাখে ৬৮ ভাগ সময়। তবে গোল মুখে শট নিতে পারে মোটে ৫ বার। যেখানে সফলতার মুখ দেখেনি তারা। যদিও প্যারাগুয়ে স্ট্রাইকার গঞ্জালেসের হাতে বল লাগার অভিযোগ এনে খেলা বন্ধ রেখেছিলেন চিলির তারকা ভিদাল। তবে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সাহায্য নিয়ে চিলির আবেদন নাকচ করে দেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর