× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

দাপুটে জয়ে শেষ আটে জকোভিচ

খেলা

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২১, বুধবার

বছরের প্রথম তিন গ্র্যান্ড স্লাম জিতে রীতিমতো উড়ছেন নোভাক জকোভিচ। অলিম্পিক গেমসেও অপ্রতিরোধ্য টেনিসের এই নাম্বার ওয়ান। পৌঁছে গেছেন টোকিও অলিম্পিকের শেষ আটে। পুরুষ এককে সার্বিয়ান তারকা ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন স্পেনের আলেহান্দ্রো ফোকিনাকে। কোয়ার্টার ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ স্বাগতিক জাপানের কেই নিশিকোরি। রিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতা নিশিকোরিকে শেষ আট নিশ্চিতে ঘাম ঝরাতে হয়েছে। বেলারুশের ইরিয়া ইভাস্কার বিপক্ষে প্রথম সেটে ৬-৬ এ সমতার পর গড়ায় ট্রাইবেকে। সেখানে ৯-৭ এ সেট জিতে নেন নিশিকোরি।
দ্বিতীয় সেটে ইভাস্কাকে সুযোগ দেননি জাপানিজ তারকা। ৬-০ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে নিশ্চিত করেন শেষ আটের টিকিট।

২০ গ্র্যান্ড স্লামজয়ী জকোভিচের অলিম্পিক রেকর্ড সুখকর নয়। ২০০৮ বেইজিং অলিম্পিকে জিতেছিলেন ব্রোঞ্জ। পরের লন্ডন অলিম্পিকে অংশ নেননি। ২০১৬ রিও অলিম্পিকে গিয়েছিলেন শীর্ষ বাছাই হিসেবে। প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন জকোভিচ।

টোকিও অলিম্পিকের শেষ আট নিশ্চিত করেছেন দ্বিতীয় বাছাই দানিল মেদভেদেভ। ইতালির ফাবিও ফগনিনিকে মেদভেদেভ হারিয়েছেন ৬-২, ৩-৬ ও ৬-২ গেমে। কোয়ার্টার ফাইনালে রাশিয়ান তারকা মেদভেদেভের প্রতিপক্ষ স্পেনের পাবলো কারেনো বুস্তা। ষষ্ঠ বাছাই বুস্তা তৃতীয় রাউন্ডে ৭-৬, ৬-৩ গেমে হারিয়েছেন জার্মানির ডমিনিক কোয়েফারকে। চতুর্থ বাছাই জার্মানির আলেকজান্ডার জভরেভ উঠেছেন শেষ আটে।

ফেভারিটদের সবাই অবশ্য জয় পায়নি। তৃতীয় বাছাই স্তেফানোস সিতসিপাসকে হারিয়ে চমক দেখিয়েছেন ফ্রান্সের উগো হামবার্ত। প্রথম সেট সিতসিপাস ৬-৩ গেমে জিতলেও পরের দুই সেটে ৬-৭ ও ২-৬ গেমে হেরে যান গ্রিক তারকা সিতসিপাস।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর