× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

রেকর্ড গড়ে যা বললেন ‘বাটারফ্লাই কুইন’

খেলা

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২১, শুক্রবার

তার আদুরে নাম ‘বাটারফ্লাই কুইন’। টোকিওর সুইমিংপুলে সেই নামের স্বার্থকতা প্রমাণ করলো জং ইউফেই। মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতলেন চীনের ২৩ বছর বয়সী এই সাঁতারু।
টোকিওর অ্যাকুয়াটিকস সেন্টারে গতকাল ২ মিনিট ০৩ দশমিক ৮৬ সেকেন্ডে সাঁতার শেষ করে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনা জয়ের স্বাদ পান ইউফেই।
২০১২ সালে লন্ডন অলিম্পিকে গড়া স্বদেশি জিয়াও লিউইয়াংয়ের রেকর্ড (২ মিনিট ০৪ দশমিক ০৬ সেকেন্ড) ভেঙে দিলেন ইউফেই।
টোকিও অলিম্পিকসে সাঁতারে এটি ছিল চীনের প্রথম স্বর্ণ। এই ইভেন্টে রুপা ও ব্রোঞ্জ ?দুটোই পেয়েছে যুক্তরাষ্ট্র। ২ মিনিট ০৫ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে রেগান স্মিথ রুপা এবং হ্যালি ফ্লিকিনিয়ার ২ মিনিট ০৫ দশমিক ৬৫ সেকেন্ড টাইমিং করে জিতেছেন ব্রোঞ্জ। পরে আরেকটি ইভেন্টে সোনার পদকের দেখা পান ইউফেই। এবার ২০০ মিটার ফ্রিস্টাইল রিলে জেতেন চীনের সতীর্থদের সঙ্গে।
২০১৬ রিও ডি জেনেইরো অলিম্পিকসে ২০০ মিটার বাটারফ্লাইয়ে ষষ্ঠ হয়েছিলেন তিনি। ওই বছরই এশিয়ান চ্যাম্পিয়ন্সশিপসে একই ইভেন্টে পান রুপা।
২০১৮ সালে এশিয়ান গেমসে জেতেন সোনা। টোকিওতে সোনা জয়ের পর পেছন তাকিয়ে তিনি তুলে ধরলেন গত অলিম্পিকের সঙ্গে এবারের পার্থক্য। ইউফেই বলেন, ‘২০১৫ সালে ছিল আমার কেবল শুরু, তেমন কিছুই জানতাম না। ২০১৬ সালে রিওতে আমার লক্ষ্য ছিল সেরা তিনে থাকা। তখন ভাবতেও পারিনি, লড়াই এতটা কঠিন। ২০১৫ সালে অনেকেই ভেবেছিলেন, আমি পরবর্তী বাটারফ্লাই কুইন। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারিনি। গত এক বছরে আমি অনুভব করেছি, সেই দায়িত্ব পালনের সময় এখনই।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর