× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পদক জিতে রেকর্ড ছোট্ট দেশ সান মারিনোর

খেলা

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২১, শুক্রবার

সান মারিনোর জনসংখ্যা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ধারণক্ষমতার (৩৬ হাজার) চেয়েও কম। ইউরোপের ছোট্ট দেশটির জনসংখ্যা প্রায় ৩৪ হাজার। ইতালির প্রতিবেশী দেশটির দৈর্ঘ্য মাত্র ৬১.২ বর্গকিলোমিটার। গাড়িতে করে মাত্র ২৫ মিনিটেই যাওয়া যাবে দেশটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এবার অলিম্পিকসে চমক দেখালো ছোট্ট দেশ সান মারিনো। গতকাল প্রথম অলিম্পিক পদক জয়ের আনন্দে ভেসেছে দেশটি। অলিম্পিক গেমসের ইতিহাসে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট দেশ হিসেবে পদক জিতলো সান মারিনো। গতকাল টোকিওতে মেয়েদের শুটিং ট্র্যাপে ব্রোঞ্জ জেতেন সান মারিনোর আলেসান্দ্রা পেরিল্লি।
জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ হিসেবে অলিম্পিক পদক জয়ের আগের রেকর্ডটি ছিল বারমুডার। ১৯৭৬ মন্ট্রিল অলিম্পিকে বারমুডাকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন বক্সার ক্লারেন্স হিল। তখন বারমুডার জনসংখ্যা ছিল ৬১ হাজারের কিছু বেশি। সান মারিনোর কাছে পদকের রেকর্ড হাতছাড়া হলেও নতুন রেকর্ড গড়েছে বারমুডাও। টোকিও অলিম্পিকসে ৬৩ হাজার
জনসংখ্যার দেশ বারমুডাকে স্বর্ণপদক এনে দিয়েছেন ফ্লোরা ডাফি। গত মঙ্গলবার মেয়েদের ট্রায়াথলনে সেরা হন তিনি। সবচেয়ে ছোট দেশ হিসেবে অলিম্পিক স্বর্ণ জয়ের রেকর্ড এখন বারমুডার দখলে। ৩৩ বছর বয়সী পেরিল্লি শুটিং ট্র্যাপের ফাইনালে স্কোর করেন ২৯। অলিম্পিক রেকর্ড ৪৩ স্কোর করে সোনা জেতেন স্লোভাকিয়ার জুজানা স্তেফেচেকোভা। রৌপ্য পদক পান যুক্তরাষ্ট্রের কাইল ব্রোনিং। ১৯৬০ রোম অলিম্পিকসে প্রথম অংশ নেয় সান মারিনো। টোকিওর আসর সান মারিনোর ২৫তম অলিম্পিকস। ২০১২ লন্ডন অলিম্পিকসেই পেরিল্লির হাত ধরে পদক পেতে পারতো সান মারিনো। শুটিং ট্র্যাপের ফাইনালে দ্বিতীয় স্থানে ছিলেন পেরিল্লি। কিন্তু একটি শট মারতে পারেননি বন্দুকে সমস্যা থাকায়। এরপরই ছিটকে যান পদক লড়াই থেকে। তৃতীয়বারের প্রচেষ্টায় সফল হলেন পেরিল্লি। টোকিওতে  সান মারিনোর মতো অলিম্পিক পদকের অপেক্ষা ঘুচেছে তুর্কমেনিস্তানের। বুধবার মেয়েদের ৫৯ কেজি ভারোত্তোলনে রৌপ্য পদক জেতেন তুর্কমেনিস্তানের পোলিনা গুরেয়েভা। অলিম্পিক ইতিহাসে তুর্কমেনিস্তানের প্রথম পদক এটি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর