× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মাদক বিক্রিতে বাধা দেয়ায় যশোরে দুজনকে কুপিয়ে জখম

অনলাইন

স্টাফ রিপোর্টাার, যশোর থেকে
(২ বছর আগে) আগস্ট ৩, ২০২১, মঙ্গলবার, ১:০৮ অপরাহ্ন

গাঁজা বিক্রি করতে নিষেধ করায় দুজনকে কুপিয়ে আহত করেছে মাদক বিক্রেতা। গত সোমবার গভীর রাতে যশোর সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আল-আমিন ও আজিজুর। গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ মাদক বিক্রেতা আলমগীরকে আটক করেছে। আহত আল-আমিনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ও আজিজুরকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আহত আল আমিন জানান, আলমগীর ভ্যান চালানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল। গ্রামের মানুষ তাকে অনেকবার গাঁজা বিক্রি করতে নিষেধ করেছে। তারপরও সে বিক্রি করছিল। আমরা তাকে আবারো নিষেধ করতে গিয়েছিলাম।
এসময় সে দা দিয়ে আমাকে ও আজিজুরকে কুপিয়ে আহত করে। এরপর সে ঘরের ভিতর ঢুকে দরজা আটকে দেয়। এসময় ঘর ঘিরে রেখে গ্রামের মানুষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।
এব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম আজ মঙ্গলবার জানান, মাদক বিক্রেতা আলমগীরকে আটক করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত দা উদ্ধার হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর