× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে সাকিব নাঈমের উন্নতি

খেলা

স্পোর্টস রিপোর্টার
৪ আগস্ট ২০২১, বুধবার

সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। যেখানে ব্যাটে-বলে দলের জয়ে অবদান রেখেছেন সাকিব আল হাসান। অলরাউন্ডার পারফরম্যান্সের সুবাদে আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বিশ্বসেরা  এই অলরাউন্ডারের। ব্যাট হাতে ৩০ রান করার সুবাদে ব্যাটিংয়ে উন্নতি হয়েছে ওপেনার মোহাম্মদ নাঈমের।

অজিদের বিপক্ষে বল হাতে ২৪ রানে ১ উইকেট নিয়েছেন সাকিব। তাতে টি-টোয়েন্টির বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন তিনি। ৫৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে অবস্থান করছেন সাকিব। উন্নতি হয়েছে ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও। ৩৬ রান করার সুবাদে ৬ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে ওঠে এসেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
এদিকে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন সাকিব।
২৯ বলে ৩০ রান করার সুবাদে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছেন মোহাম্মদ নাঈম।
 
টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি করে দলকে জেতাতে না পারলেও ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়েছেন। বর্তমানে তাঁর অবস্থান ৪৮ নম্বরে।  সিরিজে ৫ উইকেট নেয়ার সুবাদে ১৭ ধাপ এগিয়ে ৫৩ নম্বর জায়গা দখল করেছেন জেসন হোল্ডার। এদিকে ৬ ধাপ আগানো হাসান আলির অবস্থান ৬০ এ। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে যথারীতি শীর্ষে আছেন ইংল্যান্ড ডেভিড মালান, বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার তাবরাজ সামসি। সাকিবকে হটিয়ে এই মুহুর্তে অলরাউন্ডারের তালিকায় সবার উপরে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর