× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলাদেশের টার্গেট ১২২

খেলা

স্পোর্টস রিপোর্টার
৪ আগস্ট ২০২১, বুধবার

সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে বাংলাদেশের প্রয়োজন ১২২ রান।  মিরপুরে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। মোস্তাফিজ, শরিফুল, সাকিব,  মেহেদীর নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২১ রানে থামে সফরকারীরা।

প্রথম টি-টোয়েন্টিতে প্রথম বলেই বাংলাদেশেকে উইকেট এনে দিয়েছিলেন শেখ মেহেদী হাসান। আজ দ্বিতীয় ম্যাচেও তার হাত ধরেই এলো বাংলাদেশের প্রথম সাফল্য। আবারও এই স্পিনারের বলে আউট হয়েছেন অ্যালেক্স ক্যারি।

মেহেদী হাসানের পর সাফল্য এনে দিলেন মোস্তাফিজুর রহমান। এই পেসারের বলে রীতিমতো বোকা বনে গেলেন ফিলিপে। তিনি চিন্তাও করেননি বল এতটা স্লো ও নিচু হয়ে আসবে। তাই স্টাম্প ছেড়ে লেগ সাইডে খেলতে গিয়েও ব্যাটে বল লাগাতে পারেননি। বল আঘাত করে স্টাম্পে।
এরই সঙ্গে শেষ হয় তার ১০ রানের ইনিংস। ১৪ বলের ইনিংসে মেরেছে একটি বাউন্ডারি। তার বিদায়ে অস্ট্রেলিয়া হারায় দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়া।  

দলীয় ৮৮ রানে সাকিবকে সুইপ করতে গিয়ে মিস করে গেছেন মোয়েজেস হেনরিকেস, এরপর যা হওয়ার তাই হয়েছে! গতি কমিয়ে আনা বলের লাইন মিস করে হয়েছেন বোল্ড। প্রথম ম্যাচেও সাকিবকে সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছিলেন হেনরিকেস।

এরপর মিচেল মার্শকে ফিরিয়ে সফরকারীদের আটকে দেন শরিফুল ইসলাম। এরপর মোস্তাফিজ  মেহেদির নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২১ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। ২১ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজ। শরিফুল দুটি সাকিব মেহেদি নিয়েছেন একটি করে উইকেট।  

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ২৩ রানে জিতে ১-০তে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিলো সফরকারীরা। মিরপুরের হোম অফ ক্রিকেটে দুই দলই আগের ম্যাচের একাদশ নিয়ে মাঠে নেমেছে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে আগে ব্যাটিং করে মাত্র ১৩১ সংগ্রহ করে বাংলাদেশ। ছোট্ট টার্গেটে অস্ট্রেলিয়াকে নাকানি চুবানি খাইয়েছে টাইগাররা। তাদের ১০৮ রানে গুটিয়ে দিয়ে পেয়েছে ২৩ রানের জয়।
আজ দ্বিতীয় ম্যাচটি জিতলে সিরিজ জয়ের পথে অনেকটাই এগিয়ে যাবে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম পাটোয়ারী, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর