× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

অস্ট্রেলিয়ার মতো করোনা সুরক্ষা পাবে নিউজিল্যান্ডও

খেলা

স্পোর্টস রিপোর্টার
৫ আগস্ট ২০২১, বৃহস্পতিবার

কোভিড-১৯ সুরক্ষায় কঠিন সব শর্ত দিয়ে বাংলাদেশ সফরে দল পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যা নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। ৫ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করতে সিএ এর সব দাবি মেনে নিয়েছে। অজিদের শুধু হোটেলে রাখতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) খরচ হচ্ছে ১০ কোটি টাকারও বেশি । তবে প্রশ্ন উঠেছে শক্তিশালী ক্রিকেট বোর্ডের চাপেই কি বিসিবির এমন নমনীয়তা? আসলে বিসিবির চোখ ছিল অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সিরিজ নিশ্চিত করা। যে  কারণে কোভিড-১৯ সুরক্ষায় তারা সিএ’র সব দাবি মেনে নিয়েছে। যদিও ইংল্যান্ড ভিন্ন কারণে তাদের সফর পিছিয়েছে। তবে নিউজল্যান্ড আসছে যথা সময়েই।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই নিশ্চিত করেছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে ২৪শে আগষ্ট বাংলাদেশের মাটিতে পা রাখবে কিউইরা। তাদের জন্যও বরাদ্ধ থাকছে ইন্টার কন্টিনেন্টাল হোটেল। সেখানে টাইগার স্কোয়াড ও সিরিজ সংশ্লিষ্টরা ছাড়া অন্য কেউ থাকতে পারবে না। অজিদের বিপক্ষে চলতি সিরিজে যে সব নিয়ম কানুন আছে সব নিশ্চিত করা হবে নিউজিল্যান্ডের বেলায়ও। বিষয়টি  দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড দল সময় মতোই বাংলাদেশ সফরে আসবে। আমরা তাদেরও একই রকম কোভিড-১৯ সুরক্ষা দেবো যেমনটা অস্ট্রেলিয়াকে দেয়া হয়েছে।‘
বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসও জানিয়েছেন নিউজিল্যান্ডকে একই গুরুত্ব দেয়ার বিষয়টি। এর কারণও আছে। মূলত আগামী অক্টোবর-নভেম্বরে দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে টাইগারদের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলাটা দারুণ ব্যাপার। জালাল ইউনুস বলেন, ‘অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দলের বিপক্ষে খেলে বিশ্বকাপে যাওয়া মানে আমাদের জন্য দারুণ বিষয়। আমি বলবো আমাদের টি-টোয়েন্টি দলের জন্য এটি ভালো প্রস্তুতি হবে। এখান থেকে নিজেদের ভুল ত্রুটিগুলো সুধরে নিতে পারবে আমাদের তরুণরা। আমরাও দলটি দেখে নিতে পারবো। এটি আমাদের জন্যও দারুণ সুযোগ।’ টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের অবস্থান আফগানিস্তানের পর দশম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপিক্ষে নিজেদের মাটিতে সেরাটা দিয়ে খেলতে পারলে র‌্যাঙ্কিংয়ে আসবে পরিবর্তন। এরই মধ্যে অস্ট্রেলিয়াকে হারিয়ে চলতি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে টাইগরারা।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এটি পঞ্চম টি-টোয়েন্টি সিরিজ। তবে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে প্রথমবার। আগের চারটি সিরিজেই হেরেছে টাইগাররা। সবশেষ এ বছর মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ হেরে ফিরেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। নিজেদের মাটিতে ব্লাক ক্যাপদের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সফরে তারা সিরিজে সবশেষ একমাত্র টি-টোয়েন্টি খেলেছিল ২০১৩ তে। এর আগে হোম-অ্যাওয়ে ১০ দেখায় একবারও জিততে পারেনি বাংলাদেশ।
২৪ আগষ্ট কিউইরা বাংলাদেশে এলেও সিরিজ মাঠে গড়াবে সেপ্টেম্বরে। প্রথম ম্যাচ হবে ১লা সেপ্টেম্বর। ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে। অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি। তবে নিউজিল্যান্ড দল সফরে একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। টি-টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচেরই ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের  শেরেবাংলা স্টেডিয়াম। অস্ট্রেলিয়ার মতো এই সিরিজের প্রতিটি ম্যাচও হবে দিবারাত্রির।

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি

২৯শে আগস্ট- প্রস্তুতি ম্যাচ, বিকেএসপি
১লা সেপ্টেম্বর- ১ম টি-টোয়েন্টি, মিরপুর
৩রা সেপ্টেম্বর- ২য় টি-টোয়েন্টি, মিরপুর
৫ই সেপ্টেম্বর- ৩য় টি-টোয়েন্টি, মিরপুর
৮ই সেপ্টেম্বর- ৪র্থ টি-টোয়েন্টি, মিরপুর
১০ই সেপ্টেম্বর- ৫ম টি-টোয়েন্টি, মিরপুর
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর