× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

শেখ কামালের জন্মদিনে যত আয়োজন

খেলা

স্পোর্টস রিপোর্টার
৫ আগস্ট ২০২১, বৃহস্পতিবার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭২তম জন্মদিন আজ। ১৯৪৯ সালের ৫ই আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন এই ক্রীড়া ব্যক্তিত্ব। ক্রীড়াঙ্গনে নানা আয়োজন রাখা হয়েছে শেখ কামালের জন্মদিনে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ছাড়াও তারই প্রতিষ্ঠিত আবাহনী লিমিটেডের ক্লাব প্রাঙ্গণেও হতে যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠান।
আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্লাব প্রাঙ্গণে সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচিতে শেখ কামালের জন্মদিন পালন করা হবে। যদিও করোনাভাইরাসের কারণে সব অনুষ্ঠান সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হবে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে- রাত ১২টা ১ মিনিটে ক্লাব ভবনে স্থাপিত শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পরিচালক, কর্মকর্তা ও খেলোয়াড়দের মাল্যদান। তারপর রুহের মাগফেরাত কামনা করে হবে বিশেষ মোনাজাত। এছাড়া দিনব্যাপী কোরআন তেলাওয়াতের পর বিকাল ৪টায় শহীদের বর্ণাঢ্য কর্মবহুল জীবনের ওপর ভার্চুয়াল আলোচনা ও স্মৃতিচারণ করা হবে।
বাদ আসর ক্লাব ভবনে হবে দোয়া মাহফিল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর