× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার , ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শওয়াল ১৪৪৫ হিঃ

করোনাকালে উদ্যোক্তা মোন্তাশির পারভেজ

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১২ আগস্ট ২০২১, বৃহস্পতিবার

একজন সফল উ‌দ্যোক্তা মোন্তা‌শির পারভেজ। তি‌নি ইকমার্স সাইট পোক‌মির সহ - প্রতিষ্ঠাতা www.pokeme.com.bd । ক‌রোনার এই সম‌য়ে ইকমার্স সাইট পোক‌মি তা‌দের মাস্ক ব‌্যাবসা দি‌য়ে জন‌প্রিয়তা লাভ ক‌রে । তারা বি‌ভিন্ন কাস্টম মাস্ক তৈরী ক‌রে দে‌শের বি‌ভিন্ন প্রতিষ্ঠান ও ক‌রপোরেট হাউ‌জের কা‌ছে বি‌ক্রি করে। এছাড়াও তারা নি‌জের তৈরী ও বা‌হি‌রে থে‌কে আমদা‌নি করা কাস্টম মগ , ঘ‌ড়ি , টি শার্ট বি‌ক্রি ক‌রে তা‌দের সাই‌টে।

পোক‌মির সহ প্রতিষ্ঠাতা মোন্তা‌শির পার‌ভেজ ব‌লেন, যখন আ‌মি পড়াশুনা শেষ ক‌রে চাকুরীর চেষ্টা ক‌রেও ভা‌লো কোন চাকুরী পা‌চ্ছিলাম না তখন পোক‌মির অন‌্য দুই সহ প্রতিষ্ঠাতা তমাল ও কাজল ভাইয়ের সহ‌যোগীতায় পোক‌মি প্রতিষ্ঠা ক‌রি । আমা‌দের প্রতিষ্ঠা‌নের মূল উ‌দ্দেশ‌্য হ‌লো নি‌জে সৎ ভা‌বে ব‌্যাবসা করা এবং আমা‌দের প্রতিষ্ঠা‌নের মাধ‌্যমে অন‌্যদের কা‌জের সু‌যোগ তৈরী ক‌রে দেয়া যা‌তে সমা‌জে কিছুটা হ‌লেও বেকারত্ব দূর কর‌তে সাহায‌্য আমরা সাহয‌্য কর‌তে পা‌রি।

এছাড়াও মোন্তা‌শির পার‌ভেজ বি‌ভিন্ন প‌ত্রিকা ও পোর্টা‌লে কলাম লিখা‌লি‌খি ক‌রেন ও একজন সমাজসেবী।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর