× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

নতুন স্পন্সরের খোঁজে বার্সেলোনা

খেলা

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২১, বুধবার

দীর্ঘ চার বছর ধরে বার্সেলোনার জার্সিতে শোভা পাচ্ছে জাপানি ই-কমার্স কোম্পানি রাকুটেনের নাম। তবে মৌসুম শেষেই ব্লাউগ্রানাদের সঙ্গে সম্পর্কচ্ছেদ হচ্ছে তাদের। আর তাই জার্সির পৃষ্ঠপোষকতার জন্য নতুন স্পন্সরশিপও খোঁজা শুরু করেছে বার্সেলোনা। মৌসুম প্রতি পাঁচ কোটি ইউরোর বিনিময়ে বার্সেলোনার জার্সিস্বত্ব পায় রাকুটেন। কাতালানদের জার্সির নতুন পৃষ্ঠপোষক হতে হলে ন্যুনতম এই অর্থই দিতে হবে নতুন কোনো স্পন্সরকে। এমনটি জানিয়েছেন বার্সেলোনার অর্থনৈতিক সহ-সভাপতি এদুয়ার্দো রোমেউ। নিজেদের অথনৈতিক দুর্দশার উন্নতি করতে চাইছে বার্সেলোনা। যার জন্য সম্ভাব্য আগামী পৃষ্ঠপোষকের পকেট থেকে নিলামের মাধ্যমে বাড়তি অর্থ বের করতে চাইছে তারা।
টিভিথ্রিকে দেয়া সাক্ষাৎকারে রোমেউ বলেন, ‘আমরা সম্ভাব্য পৃষ্ঠপোষকের কাছ থেকে বর্তমান মূল্য চাইছি না, আমরা সে মূল্যটাই চাইছি যা মহামারির আগে ছিল। এই জার্সিতে যারা নিজেদের নাম দেখতে চায় তাদের উপযুক্ত অর্থ পরিশোধ করতে হবে।’

এছাড়া আগামী দলবদলে নতুন খেলোয়াড় আনার জন্য ক্লাবের পরিকল্পনার কথাও জানিয়েছেন রোমেউ। তিনি বলেন, ‘শীতকালীন দলবদলে নতুন খেলোয়াড় নিবন্ধন করার সুযোগ আছে আমাদের সামনে। আগামী দলবদলে খরচ করার জন্য দুই কোটি ইউরো অর্থ আছে আমাদের।’
২০১৬ সালে মৌসুম প্রতি ৫৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনার স্পন্সরশিপ পায় রাকুটেন। এরপর গত মৌসুমের শুরুতে আরও এক বছরের জন্য ই-কমার্স কোম্পানিটির সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করে বার্সা। চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২ সালের ৩০শে জুন।
রাতুটেনের আগে বার্সেলোনার স্পন্সর হিসেবে ছিল কাতার এয়ারলাইন্স, কাতার ফাউন্ডেশন ও ইউনিসেফ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর