× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

বিএসএমএমইউ’তে বিশ্ব থ্রম্বোসিস দিবস উদযাপন

অনলাইন

স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) অক্টোবর ১৩, ২০২১, বুধবার, ৪:৪৮ অপরাহ্ন

সারা বিশ্বের মত ১৩ অক্টোবর বাংলাদেশেও উদযাপিত হচ্ছে বিশ্ব থ্রম্বোসিস দিবস। দিবসটিকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের হেমাটোলজী বিভাগের পক্ষ থেকে বুধবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সচেতনতামূলক র‌্যালীর উদ্বোধন করেন। এ সময় প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দীন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান, পরিচালক (হাসপাতাল) ব্রিগে. জেনা. ডা. মো. নজরুল ইসলাম খান, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা: মাসুদা বেগম এবং হেমাটোলজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দীন শাহ সহ হেমাটোলজী বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। র‌্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে থ্রম্বোসিস জনিত রোগসমূহ সম্পর্কে রোগী, রোগীর স্বজন, স্বাস্থ্য সেবা প্রদানকারী এবং সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা তৈরির ব্যাপারে উপাচার্য গুরুত্বারোপ করেন। চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন বিভাগের সমন্বয়ে বিশেষায়িত ক্লিনিকের মাধ্যমে থ্রম্বোসিস জনিত রোগের সুচিকিৎসা নিশ্চিত করার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে হেমাটোলজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দীন শাহ আশাবাদ ব্যক্ত করেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তা কামনা করেন। এ দিবস উপলক্ষে রাতে থ্রম্বোসিস বিষয়ক বৈজ্ঞানিক ওয়েবিনার এর আয়োজন করা হয়েছে।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর