× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মেসি রোনালদো বিহীন প্রথম এল ক্লাসিকো

খেলা

স্পোর্টস ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, রবিবার

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ত্যাগ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপারস্টারের প্রস্থানে স্প্যানিশ লা লিগা অনেকাংশেই রঙ হারায়। আর এবার লিওনেল মেসি পিএসজিতে যোগ দেয়ায় জৌলুস হারিয়েছে এল ক্লাসিকো। রোনালদো-মেসিবিহীন প্রথম লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ।
২০০৩ সালের পর এই প্রথম স্প্যানিশ ফুটবলের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে দেখা যাবে না মেসিকে। আর রিয়াল মাদ্রিদ পাচ্ছে না সার্জিও রামোসকে। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের দুই তারকা (মেসি-রামোস) প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) ভাগাভাগি করছেন ড্রেসিং রুম। ১৫ বছরে প্রথমবারের মতো মেসি-রামোসের দ্বৈরথ দেখা যাবে না এল ক্লাসিকোয়।
লিওনেল মেসির পর ন্যু-ক্যাম্প ত্যাগ করেন অঁতোয়ান গ্রিজম্যানও। আক্রমণভাগের সেরা তারকাদের অভাব বেশ ভালোই টের পেয়েছে বার্সেলোনা।
মৌসুমের শুরু থেকে ধুঁকতে থাকা ব্লাউগ্রানারা লা লিগার ৮ ম্যাচের মাত্র ৪টিতে জিতেছে। এছাড়া উয়েফা চ্যাম্পিয়নস লীগেও টানা দুই ম্যাচে হার দেখেছে কাতালানরা। বায়ার্ন মিউনিখ এবং বেনফিকার কাছে ৩-০ গোলে হারে রোনাল্ড কোম্যানের দল। তবে সবশেষ দুই ম্যাচে সাফল্যের দেখা পেয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লীগে নিজেদের সবশেষ ম্যাচে জেরার্ড পিকের একমাত্র গোলে দিনামো কিয়েভকে হারিয়েছে তারা। ইউরোপ সেরার চলতি আসরে টানা দুই হারের পর যা তাদের প্রথম জয়। দিনামো ম্যাচের আগে বার্সেলোনা লা লিগায় জিতেছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে, ৩-১ গোলে। টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।
ক্যাম্প ন্যুতে ম্যাচটি নিয়ে সংবাদ সম্মেলনে কার্লো আনচেলত্তি জানালেন নিজের ভাবনা। ধীরে ধীরে নিজেদের ফিরে পাওয়া প্রতিপক্ষ বার্সেলোনাকে নিয়ে সতর্ক করলেন দলকে।
রিয়ালের ইতালিয়ান কোচ বলেন, ‘অনেক সমস্যার মধ্যে থেকে দলটি (বার্সেলোনা) ঘুরে দাঁড়াচ্ছে; একটু একটু করে তারা নিজেদের আসল রূপ ফিরে পাচ্ছে। উন্নতি করছে।’
সবশেষ চ্যাম্পিয়নস লীগের ম্যাচে শাখতার দোনেস্ককে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এর আগে অবশ্য টানা দুটি হার রয়েছে লস ব্লাঙ্কোদের। তবে এল ক্লাসিকোর আগে আগের ম্যাচগুলোর ফলাফল নিয়ে চিন্তিত নন আনচেলত্তি। তিনি বলেন, ‘দলগুলো আগের কয়েক ম্যাচে কী করেছে, সেটা এ ধরনের ম্যাচে গুরুত্বপূর্ণ নয়। আসল বিষয়টা হলো মাঠের খেলা।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর