× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

কোহলির অন্যরকম ‘ফিফটি’

খেলা

স্পোর্টস ডেস্ক
৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টে দুই ইনিংসের কোনোটিতে বিরাট কোহলি করতে পারেননি ফিফটি। তবে অন্যরকম একটি ফিফটি হয়ে গেছে তার এই ম্যাচে। পেয়েছেন ৫০ টেস্ট জয়ের স্বাদ।  এতে নাম লিখিয়েছেন তিনি ইতিহাসে। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণের প্রতিটিতে অন্তত ৫০ ম্যাচ জয়ের কীর্তি গড়লেন কোহলি। মুম্বাই টেস্ট সোমবার ৩৭২ রানে জিতে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। একই সঙ্গে তারা ফিরে পেয়েছে টেস্ট র?্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। ভারতের হয়ে ২০১১ সালে টেস্ট অভিষেক হওয়া কোহলির এই সংস্করণে ৫০ জয় এলো ৯৭ ম্যাচে। ওয়ানডেতে ২৫৪ ম্যাচে তার জয় ১৫৩টি।
আর ৯৫ টি-টোয়েন্টিতে জয় ৫৯টি। অধিনায়ক হিসেবে কোহলির টেস্ট জয় হলো ৩৯টি। নেতৃত্বে সর্বোচ্চ জয়ের তালিকায় তিনি পৌঁছে গেলেন তিন নম্বরে স্টিভ ওয়াহর (৪১) আরও কাছে। ৪৮ জয় নিয়ে রিকি পন্টিং দুইয়ে। ৫৩ জয় নিয়ে রেকর্ডটির মালিক গ্রায়েম স্মিথ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর