× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

পাকিস্তান সফর নিয়ে অজি শিবিরে অস্বস্তি

খেলা

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হবে কিনা বলা যাচ্ছে না। নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর নিয়ে উদ্বিগ্ন অজি ক্রিকেটাররা। এই খবর দিয়েছে সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড। আসছে মার্চে পাকিস্তানে পূর্ণাঙ্গ সফর করার কথা অস্ট্রেলিয়ার। তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি রয়েছে সূচিতে। আগামী ৩রা মার্চ করাচিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘খুবই বলিষ্ঠ এবং সুবিবেচনাপূর্ণ (বিশ্লেষণ করছি আমরা)। আমার বিশ্বাস,  সফরটির কিছু ছোটখাটো ব্যাপার নিয়ে এখনো দুই বোর্ড কাজ করছে।
আনুষ্ঠানিক বিষয়গুলো ঠিক হয়ে গেলেই আমরা স্কোয়াড ঘোষণা করবো।’ পাকিস্তানে অস্ট্রেলিয়া সর্বশেষ সফর করে ১৯৯৮ সালে। এরপর কেবল নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে খেলেছে অজিরা। গত কয়েক বছরে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো কয়েকটি দল পাকিস্তান সফরে গিয়েছে। এতে দেশটিতে পুরোপুরিভাবে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সম্ভাবনা জোড়ালো হয়। কিন্তু গত সেপ্টেম্বরে নিরাপত্তার অজুহাত দেখিয়ে সিরিজ না খেলেই পাকিস্তান ছাড়ে নিউজিল্যান্ড দল। এরপর সফর বাতিল করে ইংল্যান্ডও। গত আগস্টে পাকিস্তানের প্রতিবেশী দেশ আফগানিস্তানে ক্ষমতা পুনর্দখলে নেয় তালিবান। এরপর পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠেছে। গত বৃহস্পতিবার লাহোরে এক মার্কেটে বোমা হামলায় ৩ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হন। সংবাদ সংস্থা রয়টার্সের কাছে এই হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান প্রদেশের একটি নব্য উগ্রবাদী দল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর