ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩ রবিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে: উপদেষ্টা ফারুক-ই-আজম

স্টাফ রিপোর্টার

(৩ সপ্তাহ আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৭:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫৩ অপরাহ্ন

mzamin

সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ফারুক-ই-আজম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

ফারুক-ই-আজম বলেন, মুক্তিযুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযুদ্ধের সুবিধা গ্রহণ করেন, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা এ বিষয়টি নিয়ে অপমানিত বোধ করছেন।

তিনি বলেন, বিগত আন্দোলনে একটা প্রধান বক্তব্য ছিল মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা। সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কত জনের চাকরি (মুক্তিযোদ্ধা কোটায়) হয়েছে, এর একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা প্রস্তুত হওয়ার পর আশা করি আমরা আপনাদের সামনে হাজির হবো। পুরো বিষয়টি জানাব।

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ হওয়ার মাঝখানে একটা প্রাতিষ্ঠানিক বিষয় রয়েছে, সেটা হচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা। কারা মুক্তিযোদ্ধা হবে না হবে সেটা জামুকা নির্ধারণ করে দিত। মন্ত্রণালয় শুধু তাদের নির্ধারিত হওয়া বিষয়টি বাস্তবায়নে যেত। এটার আইনগত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, বহু জায়গা থেকে অভিযোগ আসছে। ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে, মুক্তিযোদ্ধার সংজ্ঞার ক্ষেত্রেও আপত্তি আছে। এসব বিষয়ে আমরা যখন একটা পর্যায়ে যাব তখন আপনাদের ডেকে জাতিকে জানিয়ে দেয়া হবে।

মুক্তিযোদ্ধা রিভিউ হবে কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই সবকিছু হবে, যেন ন্যায্যভাবে মুক্তিযোদ্ধারা তাদের সম্মানটা ফিরে পান। মুক্তিযুদ্ধ তো আমাদের জাতীয় জীবনে অনন্য ঘটনা। এটা তো আমরা হাসি-মশকরা দিয়ে কিংবা অবহেলা দিয়ে নষ্ট করতে পারি না। এর থেকে গৌরবোজ্জ্বল, এর থেকে ত্যাগের বীরত্বের মহিমা জাতির কাছে তো আর আসেনি। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা ওটাই ফিরে পেতে চান। এটাই তাদের ফিরে পাওয়ার আকুতি।

পাঠকের মতামত

সময় এসেছে এবার ... ভূয়াদের ধরে ধরে বের করে দেবার ... আশা করা যায়, ছন্দে ছন্দে কাজটা করবে অন্তর্বর্তী সরকার । যেদিকে চোখ যায় ওরে ... ভূয়ায় ভূয়ায় দেশটা গেছে ভরে ... সব অপকর্ম করে গেছে চোখ বন্ধ করে ... সেজন্যই তো অনেকেই আছে এখন দৌড়ের উপরে ।

Mahfuzur Rahman
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১০:৩৫ পূর্বাহ্ন

Right dicition

rafi
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৯:৩২ পূর্বাহ্ন

ভুয়া মুক্তি যোদ্ধারা যেন রাষ্ট্রের কোষাগার থেকে আর এক টাকাও না পায় তা নিশ্চিত করতে বর্তমান আওয়ামী লিষ্ট স্থগিত এবং বাতিল করতে হবে।

A R Sarker
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ৯:১২ পূর্বাহ্ন

সঠিক সিদ্ধান্ত।।। ভুয়া মুক্তিযোদ্ধা । অতীব গুরুত্বপূর্ণ বিষয়।

Anwarul Azam
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ১১:৫৭ অপরাহ্ন

দয়া করে সুযোগ সুবিধা শুধুমাত্র মুক্তিযোদ্ধা পর্যন্তই সীমিত রাখুন। নাতিপুতি পর্যন্ত আনার কী প্রয়োজন?

রিয়ার
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ১০:৩২ অপরাহ্ন

দয়া করে এ কাজটি দ্রুত করুন এবং ভুয়া মুক্তিযোদ্ধা হলে তাদের দেওয়া টাকা ফেরত নিন।

ইমন
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৯:২২ অপরাহ্ন

একজনোর সার্টিফিকেট ব্যবহার করে অন্যজন চাকরি করে মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে --

এমএস আলম
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৯:১৫ অপরাহ্ন

Right dicition

MK Hasan
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৮:৪১ অপরাহ্ন

Please scrutinize and find out real freedom fighters. Also detect real number of people killed and rapped during the time of liberation war.

Nazim Ahmed
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৮:০৫ অপরাহ্ন

আমরা এমনও কথা শুনতে পাই, ছেলে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে শিক্ষকতা করে! বাবা মুক্তিযোদ্ধা নন!

Monir uddin Sheikh
১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৭:৪৫ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status