অনলাইন
মুরাদনগরে মা ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার
(৮ ঘন্টা আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৩২ অপরাহ্ন

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গুরা বাজার এলাকায় মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত সন্দেহে মা ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই নারীর আরেক মেয়ে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার কড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
বাঙ্গুরা বাজার থানার উপ-পরিদর্শক মো. নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরেক মেয়ে রুমা আক্তার (৩০)
বাঙ্গুরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘স্থানীয়দের দাবি রুবি বেগম ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর জের ধরে সকালে এলাকাবাসী ওই বাড়িতে হামলা করে তাদেরকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।’
পাঠকের মতামত
হয়তো মাদকদ্রব্য সাথে জড়িত!আবার শত্রুতাবসত ভিন্ন কোন উদ্দেশ্য থাকতেই পারে।দেশের আইন শৃংখলা বাহিনী আছে আদালত আছে এভাবে নিষ্ঠুর নির্মমভাবে পিটিয়ে হত্যা কিছুতেই বরদাস্ত করা যায় না।এমনো হতে পারে এই পরিবারের লোকেরা ছাড়া সবাই মাদক ব্যবসা সাথে জড়িত।
অদূর ভবিষ্যতে বাংলাদেশে কি হতে যাচ্ছে।পুলিশ কোন দিনই বাংলাদেশের শৃঙ্খলা ফেরাতে পারবেনা এট অতীতে ও প্রমাণিত।কিন্তু সেনাবাহিনীর ম্যাজিষ্ট্রেসি পাওয়ার থাকার পরেও দেশে এত অরাজকতা কেন।
এলাকাবাসী পিটিয়ে মারার অধিকার রাখে? এখানে অন্য কোনো ইস্যু আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে।