অনলাইন
গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন
স্টাফ রিপোর্টার
(৯ ঘন্টা আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:১৭ পূর্বাহ্ন

‘গণঅভ্যুত্থান’ সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।
ওই স্ট্যাটাসে ইশরাক লিখেন, ‘ঢাকা সিটি করপোরেশন পরিচ্ছন্ন কর্মীদের পাশে সবসময়ই ছিলাম, আজীবন থাকবো। অপ্রিয় একটি পরিবেশে প্রতিদিন কঠোর পরিশ্রম করে আমাদেরকে স্বস্তিতে বসবাস করার জন্য যারা পুরো জীবন উজাড় করে দেয় এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে। তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান। তাদেরকে কেউ মেথর বলে হেয় করলে আমরা বলবো-জনগণের মেথর হিসেবে তাদের জন্য প্রতিবাদ করবো ইনশাআল্লাহ।’
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির এই সদস্য আরও লিখেন, ‘মেথর সাহেবেরা হালালভাবে খেটে খায়। আর দুইদিন যাবত আসা ‘গণঅভ্যুত্থান’ সরকারের কেউ কেউ কে লুটপাট করে বেহুঁশ হওয়ার দশা।’
পাঠকের মতামত
তা তো কিছুটা ঠিকই। কারো কারো বেলায় তো দেখি এখন নিজের ব্যাগ গোছাতে গিয়েও হুঁশ থাকছে না।
সবাই তোমাদের মতো না। আমাদের দেশের রাজনীতি বিদ দের একটাই নীতি মানুষ কে শোষণ করা টা তুমি আবার প্রমান করিসো।
ইশরাক ক্ষমতা পাওয়ার জন্যে পাগল হয়ে গেছ, পচে গেছ তোমার থেকে গন্ধ বাহির হয়।
ইশরাক চাহেব, লুটপাট কারা করছে ও জনগণের আখাংকার সংস্কারের বিপক্ষে কারা অবস্থান নিয়েছে, জনগণ তা দেখছে। জনতাকে অন্ধ মনে করা বোকামি, যেটা হাসিনা মনে করেছিল। এই সব গাল গল্প বাদ দিন।