ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

অনলাইন

‘ইউক্রেনের পুরোটাই আমাদের’

মানবজমিন ডিজিটাল

(১ সপ্তাহ আগে) ২১ জুন ২০২৫, শনিবার, ২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪৮ অপরাহ্ন

mzamin

তিনি একটি অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখছিলেন, কিন্তু তাতেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সম্পর্কে তার উগ্র মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি। সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রধান বিনিয়োগ অনুষ্ঠানে এক প্রশ্নোত্তর পর্বে, ক্রেমলিন নেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, এই সংঘাতে তার শেষ খেলা কী হতে চলেছে? 

উত্তরে পুতিন বলেন, ‘অনেকবার বলেছি, আমি রাশিয়ান এবং ইউক্রেনীয় জনগণকে এক জাতি বলে মনে করি। এই অর্থে, সমগ্র ইউক্রেন আমাদের।’

উত্তরটি শুনে অডিটোরিয়ামে উপস্থিত রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা সজোরে করতালি দিয়ে ওঠেন। পুতিনের কথায়, ‘যেখানে একজন রাশিয়ান সৈন্য পা রাখে, সেটাই  আমাদের।’

সংক্ষেপে বুঝিয়ে দিলেন ইউক্রেনের পুরোটাই তিনি নিজের দখলে চান। বিষয়টি  অবাক করার মতো ছিল কারণ এগুলো ক্রেমলিনের সাম্প্রতিক বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। ডনাল্ড ট্রাম্প যখন থেকে শান্তি চুক্তির জন্য তার প্রচেষ্টা শুরু করেছেন, তখন থেকেই মস্কো আরও নরম, আরও সমঝোতামূলক সুরে কথা বলতে শুরু করেছে। ওয়াশিংটনকে দেখানোর একটি স্পষ্ট প্রচেষ্টা যে তারা যুদ্ধ নয়, সমঝোতায় আসতে চায়। কিন্তু পুতিনের গলায় সেই ধরনের কোনও সুর ছিল না। যা ছিল তা একেবারে বিপরীত।

রাশিয়ার প্রেসিডেন্ট  এমনকি কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেনের উপর পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন। কিয়েভ যদি রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ডার্টি বোমা ব্যবহার করে, তাহলে মস্কো কীভাবে প্রতিক্রিয়া জানাবে জানতে চাইলে, তিনি তার শত্রুর জন্য ‘বিপর্যয়কর’ পরিণতির হুমকি দেন। বলেন, ‘আজকের ইউক্রেনের ভূখণ্ডে যাদের আমরা নব্য-নাৎসি বলি, তারা একটি বিরাট ভুল করবে। এমনকি এটি তাদের শেষ ভুল-ও হতে পারে। কারণ আমাদের তরফ থেকে প্রতিক্রিয়া খুবই কঠোর হবে।’

বাইডেন প্রশাসনের শেষ দিনগুলোতে ক্রেমলিনের কাছ থেকে প্রায়শই পারমাণবিক অস্ত্রের হুমকি শোনা গেছে, কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে সেই হুমকি অনেকটাই নরম হয়েছে। তবে এখন হঠাৎ করেই পুতিন আবারও স্বমহিমায় ফিরে এসেছেন। এটা ভ্লাদিমির পুতিনের কাছ থেকে খুব সুচিন্তিত বার্তার মতো মনে হয়েছিল। ঠিক যেন শান্তি আলোচনা সত্ত্বেও, রাশিয়ার পিছু হটার কোনও ইচ্ছা নেই, যুদ্ধক্ষেত্রে বা আলোচনার টেবিলেও নয়। 

অনেকেরই মনে হয়েছে পুতিন ট্রাম্পকে নিয়ে খুব বেশি চিন্তিত নয়। আমেরিকান প্রেসিডেন্ট এই সংঘাতে মধ্যস্থতা করার চেষ্টা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন বলে মনে হচ্ছে, কিন্তু এখনও মস্কোর সাথে উষ্ণ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে তিনি আগ্রহী। তবে পুতিন স্পষ্ট করে দিয়েছেন, তিনি নিজে যেটা মনে করবেন সেটাই করবেন।

সূত্র : স্কাই নিউজ

পাঠকের মতামত

Men of world very worried for this war, Mr. Putin should punish a Joker, Not all Ukrainians.

Adv. Riyajul Haque
২১ জুন ২০২৫, শনিবার, ১০:২২ অপরাহ্ন

Men of world very worried for this war, Mr. Putin should punish a Joker, Not all Ukrainians.

Adv. Riyajul Haque
২১ জুন ২০২৫, শনিবার, ১০:২১ অপরাহ্ন

নব্যা হিটলার।

মিলন আজাদ
২১ জুন ২০২৫, শনিবার, ৮:৪১ অপরাহ্ন

Once upon a time it was.

Anwarul Azam
২১ জুন ২০২৫, শনিবার, ৪:২৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

নবীজীর সাহাবীদের নিয়ে কটূক্তি/ মৌলভীবাজারে নারী আইনজীবী আটক

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status