অনলাইন
মালিতে সন্ত্রাসী হামলা, ৩ ভারতীয় অপহৃত
মানবজমিন ডিজিটাল
(৭ ঘন্টা আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১২:৫৪ অপরাহ্ন
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল-কায়েদা ঘনিষ্ঠ সন্ত্রাসীদের হামলার মধ্যে বুধবার ৩ ভারতীয় নাগরিককে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। দেশটির কায়েস এলাকার ডায়মন্ড সিমেন্ট কারখানায় কর্মরত ওই তিন ভারতীয়কে ১ জুলাই হামলার সময় জিম্মি করা হয়।
বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, একদল সশস্ত্র হামলাকারী কারখানা প্রাঙ্গণে সমন্বিত আক্রমণ চালায় এবং তিনজন ভারতীয় নাগরিককে জোরপূর্বক জিম্মি করে।
সরকার আরও জানিয়েছে, পশ্চিম ও মধ্য মালির একাধিক স্থানে অবস্থিত অনেক সামরিক ও সরকারি স্থাপনায় সন্ত্রাসীরা ১ জুলাই হামলা চালিয়েছে। যদিও কোনও গোষ্ঠী অপহরণের দায় স্বীকার করেনি। তবে আল-কায়েদা সম্পর্কিত একটি গোষ্ঠী জামায়াত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) বলেছে, একই দিনে মালিজুড়ে আরও বেশ কয়েকটি হামলার পেছনে তাদের হাত ছিল। ভারত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে অপহৃত ভারতীয় নাগরিকদের নিরাপদ এবং দ্রুত মুক্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য মালি প্রজাতন্ত্রের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস সংশ্লিষ্ট মালি কর্তৃপক্ষ, স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা এবং ডায়মন্ড সিমেন্ট কারখানার ব্যবস্থাপনার সঙ্গে ‘ঘনিষ্ঠ এবং অবিচ্ছিন্ন’ যোগাযোগ রাখছে। অপহৃত ভারতীয় নাগরিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে।
মালিতে অস্থিতিশীল পরিবেশের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় একটি নিরাপত্তা পরামর্শও জারি করেছে। সেখানে বর্তমানে বসবাসকারী সকল ভারতীয় নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস