খেলা
বিবর্ণ সাকিব, হার দিয়ে আসর শুরু করলো তার দল
স্পোর্টস ডেস্ক
৭ অক্টোবর ২০২৪, সোমবারকাঁধে নেতৃত্বের ভার, অফ ফর্মের চাপ। সবই যেন বাধা হয়ে উঠলো সাকিব আল হাসানের জন্য। যুক্তরাষ্ট্রের সিক্সটি স্ট্রাইকার্স টি-টেন লীগে ব্যাটে-বলে বিবর্ণ একদিন পার করলেন এই অলরাউন্ডার। তাতে তার দল লস অ্যাঞ্জেলেসও প্রথম ম্যাচে হেরেছে।
শনিবার রাতে ইউনিভার্সিটি অব টেক্সাস স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে নিউ ইয়র্ক লায়ন্সের কাছে ১৯ রানের ব্যবধানে হেরেছে সাকিবের দল। নিউ ইয়র্ক লায়নসের ১২৬ রানের জবাবে ১০৭ রানে থামে লস অ্যাঞ্জেলেসের ইনিংস। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন লস অ্যাঞ্জেলেস অধিনায়ক সাকিব। বল হাতে বাংলাদেশের এই অলরাউন্ডার এক ওভারে খরচ করেন ১৮ রান, পাননি উইকেট। আগে ব্যাটিং পেয়ে নির্ধারিত দশ ওভারে দুই উইকেটে ১২৬ রান তোলে নিউ ইয়র্ক লায়ন্স। অধিনায়ক সুরেশ রায়না ২৮ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৬০ বলে ১২৬ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই ফিরে যান লস অ্যাঞ্জেলেসের ওপেনার স্টেফি এসকিনাজি। শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার অ্যাডাম রসিংটনের সঙ্গে ২৮ রান যোগ করেন সাকিব। কিন্তু দ্রুত রান তুলতে পারেননি তিনি। ৩ চার থাকলেও তার ইনিংসে ডটবল ছিল ১২টি। ১৬ বলে ১৩ রান করা সাকিবকে ফেরান তাবরাইজ শামসি।