ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

ফেনীতে ‘জুলাই ২৪’ শহীদ চত্বর নির্মাণ কাজ উদ্বোধন

ফেনী প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

ফেনীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মৃতিরক্ষায় ‘জুলাই ২৪’- শহীদ চত্বর নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। গতকাল দুপুরে ফেনী শহরের হাসপাতাল মোড় চৌরাস্তা এলাকায় স্মৃতিচত্বর নির্মাণ কাজের উদ্বোধন করেন- পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পররিচালক গোলাম মো. বাতেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত ফেনী সরকারি কলেজের ছাত্র ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার আহমেদ, পৌরসভার আর্কিটেক্ট মোশারফ হোসেন সাগর, ছাত্র প্রতিনিধি আরমান হোসেন রাফি, সালেহ উদ্দিন শাওন, সোহরাব হোসেন শাকিল প্রমুখ উপস্থিত ছিলেন। পৌর প্রশাসক গোলাম মো. বাতেন জানান, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদ্‌যাপনে পৌরসভার পক্ষ থেকে শহীদ চত্ব্বর নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ২৪-এর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতিরক্ষায় পৌরসভার রাজস্ব তহবিল থেকে ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ চত্বরে জেলার সকল শহীদের নাম ও ফলক থাকবে। আগামী দু’মাসের মধ্যে এটির নির্মাণ কাজ শেষ হবে। প্রসঙ্গত, বিগত গত ৪ঠা আগস্ট ফেনী শহরের মহিপালে নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এতে ঘটনাস্থলে আটজন ও চিকিৎসীন অবস্থায় আরও একজনসহ নয়জন ছাত্র-জনতা নিহত হন। এ ছাড়া জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ঢাকা ও চট্টগ্রামে ফেনীর আরও চার যুবক নিহত হন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status