বাংলারজমিন
সীতাকুণ্ডে দুস্থদের মাঝে যুবদলের কম্বল বিতরণ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবারসীতাকুণ্ডে জেএএম ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বিকাল ৫টায় কুমিরায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করেছেন সীতাকুণ্ড উপজেলা যুবদলের নেতৃবৃন্দরা। মোহাম্মদ আসলাম চৌধুরী পক্ষে এ কম্বল বিতরণ করা হয়। সীতাকুণ্ড উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ফজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণত শাহাবুদ্দিন রাজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা: কমল কদর। এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিন,বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম , সাধারণ সম্পাদক একরামুল হকসহ যুবদলের শত শত নেতৃবৃন্দ। কম্বল বিতরণ শেষে বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের নেতা আবদুল আলীমের নিজ অর্থায়নে একজন প্রতিবন্ধীকে উইল চেয়ার দেয়া হয় ।