ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাবান ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

’২৫ সালের শেষে অথবা ’২৬-এর শুরুতে নির্বাচন- ইসি মাছউদ

পটুয়াখালী প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবারmzamin

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আমরা জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি। স্থানীয় নির্বাচন নিয়ে ভাবছি না। ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেন তিনি। গতকাল পটুয়াখালী জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে হালনাগাদ ভোটার তালিকা-২০২৫ প্রণয়ন উপলক্ষে জেলা ও উপজেলাসমূহের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, আমরা সুষ্ঠু ও সবার গ্রহণযোগ্য নিরপেক্ষ প্রভাবমুক্ত থেকে জাতিকে সুন্দর একটি  নির্বাচন উপহার দিতে চাই। কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নাই। দিন দিন আইনশৃঙ্খলা বাহিনী উন্নত হচ্ছে। আশা করি আমরা জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, দেশ জুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছেন না। এ বিষয়ে সবার সহযোগিতা দরকার। 

পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয়ের সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিচুর রহমান, সদর উপজেলা নির্বাচন অফিসার শারমিন আফরোজসহ জেলার আটটি উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি, স্থানীয় এবং বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
 

পাঠকের মতামত

সাধারণ জনগণ এখনই নির্বাচন চায় না।

ihuda
২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ৩:২৩ অপরাহ্ন

একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য একজন নাগরিক ও ভোটার হিসেবে আমরা অবশ্যই দায়িত্ব পালন করব।

Parnel
২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ১০:০৩ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status