ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২০ রমজান ১৪৪৬ হিঃ

খেলা

এত গোলে আর্জেন্টিনার কাছে এর আগে হারেনি ব্রাজিল!

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫, রবিবারmzamin

গুনে গুনে ৬ গোল! চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৬-০ গোলে হারালো আর্জেন্টিনা। শুক্রবার রাতের দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের স্কোরলাইন এটি। মহাদেশীয় এই চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এর আগে কখনোই এত গোলে হারেনি ব্রাজিল। এমনকি জাতীয় দলের যে কোনো স্তরে ব্রাজিলের বিপক্ষে এটিই আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়। চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার এস্তাদিও মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দল। ম্যাচের ষষ্ঠ মিনিটেই রিভার প্লেটের ইয়ার সুবিয়াব্রের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তাকে বল বানিয়ে দেন ভ্যালেন্তিনো আকুনা। লিওনেল মেসিকে নিয়ে স্প্যানিশ পরিচালক অ্যালেক্স দে লা ইগলেসিয়ার বানানো তথ্যচিত্রে এই আকুনা মেসির ভূমিকায় অভিনয় করেন। দুই মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটি থেকে রিভার প্লেটে লোনে আসা ফরোয়ার্ড ক্লদিও এচেভেরি। মিনিট তিনেক পর ব্রাজিল ডিফেন্ডার ইগর সেরাতোর আত্মঘাতী গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০তে। বিরতির পর ৫২তম মিনিটে আরও এক গোল করেন স্ট্রাইকার অগাস্টিন রুবের্তো। দুই মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন এচেভেরি। ৭৮তম মিনিটে শেষ গোলটি আসে বদলি হিসাবে নামা সান্তিয়াগো হিদালগোর পা থেকে।

 ম্যাচ শেষে এচেভেরি বলেন, ‘আমরা দারুণ খেলেছি। প্রস্তুত ছিলাম। ব্রাজিলের বিপক্ষে খেলা সবসময়ই আলাদা প্রেরণা জোগায়। আমরা থামবো না, আরও উন্নতি করবো।’ এই প্রতিযোগিতায় এর আগে এত গোলে কখনোই হারেনি ব্রাজিল। ৭১ বছরের ইতিহাসে এর আগে সর্বোচ্চ তিন গোলে হারে দলটি। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শেষবার কোনো দল এই ব্যবধানে হারে ২০১৩তে। সেবার বলিভিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করে কলোম্বিয়া। ১৯৪০-এ রোকা কাপে ৬-১ গোলে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা জাতীয় দল। ৮৫ বছর আগের প্রীতি টুর্নামেন্টের সেই জয়ই ছিল ব্রাজিলের যেকোনো স্তরের জাতীয় দলের বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়। এবার নতুন করে ইতিহাস লিখলেন আর্জেন্টাইন যুবারা। আগামী সেপ্টেম্বরে চিলিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। এই চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ ৪ দল জায়গা পাবে সেই বিশ্বকাপে। ‘এ’ ও ‘বি’ গ্রুপে মোট ১০টি দল লড়ছে দক্ষিণ আমেরিকার এই চ্যাম্পিয়নশিপে। ‘বি’ গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে রয়েছে ইকুয়েডর, কলোম্বিয়া ও বলিভিয়া। গ্রুপ দু’টি থেকে সেরা তিন দল নিয়ে মোট ছয় দলের মধ্যে খেলা হবে রাউন্ড রবিন। সেখান থেকে সেরা চার দল টিকিট পাবে চিলির বয়সভিত্তিক বিশ্বকাপে।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status