খেলা
সিরিজ নির্ধারণী ম্যাচে আজিজুল হাকিমের ফিফটিতে প্রতিরোধ গড়ছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
(১ দিন আগে) ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের শ্রীলঙ্কা সফরে প্রথম পাঁচ ম্যাচের খেলা শেষ। ৩-২ ব্যবধানে এগিয়ে রয়েছে জুনিয়র টাইগাররা। আজ শেষ ম্যাচে জিতলে সিরিজও নিশ্চিত হবে লাল সবুজের প্রতিনিধিদের। কলম্বোতে টসে জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। ব্যাট হাতে এ ম্যাচেও দ্যুতি ছড়াতে ব্যর্থ ওপেনার জাওয়াদ আবরার। বাংলাদেশি এই ওপেনার ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরেছেন রানের খাতা না খুলেই। শেষ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৭ রান। এর আগে চতুর্থ ম্যাচে দুর্দান্ত শতক হাঁকান তিনি। আর দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত থাকেন ১০৬ বলে ১৩০ রানের ইনিংস খেলে। আজ শেষ ওয়ানডেতে আরেক ওপেনার কালাম সিদ্দিকী ফেরেন ব্যক্তিগত ৩১ রানের ইনিংসে। পরের উইকেটে রিজান হোসেনকে নিয়ে প্রতিরোধ গড়ছেন অধিনায়ক আজিজুল হাকিম। জুনিয়র টাইগার অধিনায়ক আর রিজান অপরাজিত আছেন ব্যক্তিগত ৫১ ও ১৩ রানে। ২২.৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৪।