ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

চোখ ধাঁধানো গোল করে অ্যান্টনি বললেন, কীসের মধ্যে দিয়ে গেছি তা আমি জানি

স্পোর্টস ডেস্ক

(৭ ঘন্টা আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ৩:০৮ অপরাহ্ন

mzamin

ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে অ্যান্টনির দুর্দশার কথা সবারই জানা। এমনিতে জায়গা পাচ্ছিলেন না মূল একাদশে, তার ওপর মুখভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসও হয়েছে অনেক বেশি। চলতি বছর লোনে রিয়াল বেতিসে যাওয়ার পর থেকে যেনো নিজের ডানা আবিষ্কার করেছেন এই ব্রাজিলিয়ান তারকা। একের পর অসাধারণ গোল করে ফুটবল বিশ্বকে জানান দিচ্ছেন নিজের নাম।

বৃহস্পতিবার কনফারেন্স লীগের সেমিফাইনালের ফিরতি লেগেও ফ্রি কিক থেকে চোখ ধাঁধানো একটি গোল করেন অ্যান্টনি। ফিওরেন্তিনার বিপক্ষে ২-২ গোলের ড্রয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে জিতেছে বেতিস। দলের জয়সূচক গোলটির অ্যাসিস্টও করেন অ্যান্টনিই। এতে করে স্প্যানিশ ক্লাবটি নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান ফাইনালে পৌঁছে গেছে। ম্যাচ শেষে নিজের খারাপ সময়টা মনে করে কান্নায় ভেঙে পড়েন অ্যান্টনি। 

নিজেদের ঘরের মাঠে প্রথম লেগে ২-১ গোলে জেতে রিয়াল বেতিস। সে ম্যাচেও একটি গোল করেন দলের সেলেসাও ফরোয়ার্ড অ্যান্টনি। এদিন ফিরতি লেগে টানা তৃতীয়বার কনফারেন্স লীগের ফাইনালে ওঠার লক্ষ্যে ঘরের মাঠে নামে ফিওরেন্তিনা। ম্যাচের উদ্বোধনী গোলটি আসে ২৫ বছর বয়সী অ্যান্টনির পা থেকে। ৩০তম মিনিটে ফ্রি কিক পায় সফরকারীরা। ডি-বক্সের কিছুটা দূর থেকে বাঁ পায়ের চমৎকার এক বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন অ্যান্টনি। গোলপোস্টের নিচে থাকা একসময়ের সেরা গোলকিপার ডেভিড ডি গেয়া পুরোটা ঝাঁপিয়ে পড়েও নাগাল পাননি বলের। তবে বিরতির বাঁশি বাজার আগে জোড়া গোলে স্বাগতিকদের এগিয়ে নেন রবিন গন্সেস। দুই লেগ মিলিয়ে ম্যাচ তখন সমতায়। মাঠে ফিরে নির্ধারিত সময়ের মধ্যে জাল খুঁজে পায়নি কোনো দলই। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৭তম মিনিটে দুই লেগ মিলিয়ে জয়সূচক গোলটি করেন আবদে ইজ্জালজৌলি। সেখানেও অ্যাসিস্ট অ্যান্টনিরই। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন এই সেলেসাও তারকা। জানান ইউনাইটেডে পার করেছেন কঠিন এক সময়।

তিনি বলেন, ‘এই পর্যায়ে আসতে আমি কীসের মধ্যে দিয়ে গেছি তা আমারে পরিবার জানে। আমার মায়ের সঙ্গে অনেক কেঁদেছি , আমার স্ত্রী ও ভাইবোনদের সঙ্গেও। আমি এখন একটি স্বপ্নের মধ্যে আছি।’ অন্য ম্যাচে জয় তুলে নিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসিও। প্রথম লেগে জুরগার্ডেন্সের মাঠে ৪-১ গোলে জয়ের পর এদিন স্টামফোর্ড ব্রিজে ১-০ গোলে জিতে যায় স্বাগতিকরা। আগামী ২৮শে মে রাতে মাঠে গড়াবে চেলসি আর বেতিসের মধ্যকার ফাইনাল।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status