খেলা
তিন বছরের চুক্তিতে রিয়ালের দায়িত্ব নিচ্ছেন আলোনসো
স্পোর্টস ডেস্ক
(১০ ঘন্টা আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ৩:৫৪ অপরাহ্ন

সবশেষ গুঞ্জন অনুযায়ী, এল ক্লাসিকোর পরই রিয়াল মাদ্রিদের দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন কার্লো আনচেলোত্তি। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, নিজেদের ইতালিয়ান কোচকে ছাড়তে মৌখিক সম্মতিতে পৌঁছেছে অল হোয়াইটরা। রিয়ালের দায়িত্ব পাওয়ার দৌড়ে সবার উপরে স্প্যানিশ জায়ান্টদেরই সাবেক শাবি আলোনসো। এবার স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, দলটির সাবেক মিডফিল্ডারের সঙ্গে তিন বছরের চুক্তির সম্মতিতে পৌঁছেছে রিয়াল।
কয়েক সপ্তাহ আগে অ্যাথলেটিক জানায়, চলতি বছরের জুনে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন আনচেলোত্তি। এরপর গ্লোবোর খবর অনুযায়ী, এই ইতালিয়ান কোচের দল ছাড়ার সিদ্ধান্তে বেঁকে বসেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। যেহেতু ২০২৬-এর জুন পর্যন্ত তার অল হোয়াইটদের সঙ্গে চুক্তি আছে এবং আনচেলোত্তি এক বছর আগেই চলে যাওয়ার কথা জানিয়েছে, তাই তার বাকি সময়ের অর্থ পরিশোধ করতে রাজি হয়নি রিয়াল মাদ্রিদ। সেই চুক্তি বাতিলের ফি না নিয়ে আনচেলোত্তিও ব্রাজিলের প্লেন ধরতে চাননি। তবে গত সপ্তাহে অ্যাথলেটিক জানায়, মৌখিক সম্মতিতে পৌঁছে গেছেন কোচ ও ক্লাব। ফিফা ক্লাব বিশ্বকাপের পর্দা উঠছে আগামী ১৫ই জুন। সেক্ষেত্রে দ্রুতই কোচের দরকার পড়বে ভিনিসিয়ুস-বেলিংহ্যামদের। তবে মার্কা বলছে, ক্লাব বিশ্বকাপের পরে দলের দায়িত্ব বুঝে নেবেন আলোনসো। সেক্ষেত্রে আনচেলোত্তিকেই দেখা যেতে পারে মৌসুমের শেষ পর্যন্ত। বর্তমানে জার্মান ক্লাব লেভারকুসেনকে সামলাচ্ছেন শাবি। তার অধীনে ক্লাবটি গতবার জিতেছে বুন্ডেসলিগা শিরোপাও। গত মাসে ক্লাব কর্তৃপক্ষের থেকে জানানো হয়, শাবির সাবেক কোনো ক্লাব যদি তাকে পেতে চায়, তবে দুপক্ষের মাঝখানে কখনোই বাঁধা হয়ে দাঁড়াবে না লেভারকুসেন।
একসময় রিয়ালের যুবা দলের কোচিং করিয়েছেন শাবি। সেখানে তার বিশ্বস্ত সহকারী ছিলেন সেবাস পারিল্লা। ধারণা করা হচ্ছে, মূল দলে প্রত্যাবর্তন করলে নিজের পুরনো সহকারীকে নিয়ে তবেই ফিরবেন শাবি। তবে জায়গা হারাতে পারেন রিয়ালের বহুদিনের ফিটনেস প্রশিক্ষক অ্যান্টনিও পিন্টুস। তার স্থলাভিষিক্ত হতে পারেন আলবার্তো এনকিনাস। গোলকিপিং কোচ লুইস লোপিসকে দেখা যেতে পারে তার জায়গাতেই। তবে রিয়াল স্পষ্ট করে দিয়েছে যে নতুন প্লেয়ার সাইনিংয়ের ক্ষেত্রে আলোনসোর মতামত স্বাগত জানানো হলেও, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে কর্তৃপক্ষের ওপরই। চ্যাম্পিয়নস লীগে সাম্প্রতিক দুর্দশার পর একজন করে লেফট ব্যাক, সেন্টার ব্যাক ও মিডফিল্ডার খুঁজছে রিয়াল। এ ব্যাপারে ক্লাবের সঙ্গে ইতিবাচক কথা হয়েছে শাবি আলোনসোর।