খেলা
দুই গোলের লিড নিয়ে পয়েন্ট খোয়ালো বাংলাদেশ
স্পোর্টস রিপোর্টার
১০ মে ২০২৫, শনিবারসাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই মালদ্বীপের বিপক্ষে পয়েন্ট খোয়ালো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে প্রথমার্ধেই দুই গোলের লিড নিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে দ্বিতীয়ার্ধে তা ধরে রাখতে পারেনি গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ৫৭ ও ৭৩ মিনিটের দুই গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মালদ্বীপ।
ম্যাচের শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলতে থাকেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। যার ফল আসে নিমিষেই। ম্যাচের ১২ মিনিটে মালদ্বীপের রক্ষণে চাপ সৃষ্টির ফলস্বরূপ বল পেয়ে যান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। বক্সের বাইরে থেকে কিছুটা ড্রিবলিং করে নেন জোরালো শট। তাতে পরাস্ত হন মালদ্বীপ গোলরক্ষক। প্রথমার্ধের শেষ সময়ে ৪৫ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। শট নেন ফয়সাল। বক্সের মধ্যে বল পেয়েও ক্লিয়ার করতে পারেননি মালদ্বীপের রক্ষণভাগের ফুটবলাররা। রিবাউন্ডে বল পেয়ে আলতো টোকায় গোলমুখে উঠিয়ে দেন মিঠু চৌধুরী। সেই বলে দারুণ হেডে জালের ঠিকানা খুঁজে নেন ফরোয়ার্ড রিফাত কাজী। এই দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বাংলাদেশের রক্ষণে চাপ বাড়ানোর চেষ্ঠা করতে থাকে মালদ্বীপ। তবে মাঝমাঠ বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকায় বলার মতো কোন আক্রমন করতে পারছিলো না দলটি। তবে বলার মতো কোনো আক্রমণ করতে পারছিল না ছোটনের শিষ্যরা। এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৫৭ মিনিটে এক কাউন্টার অ্যাটাক থেকে এক গোল শোধ করে মালদ্বীপ। ওই গোলের পরেই খেলার ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ। নাজমুলদের এলোমেলো ফুটবলে ম্যাচের ৭৩ মিনিটে দ্বিতীয় গোল আদায় করে নেয় মালদ্বীপ। ম্যাচের বাকি সময়ে গোল করার চেষ্টা করেছে দু’দল। তবে সুযোগ বেশিই পেয়েছিল বাংলাদেশ। সুযোগ কাজে লাগানোর ব্যর্থতা নিয়ে মাঠ ছাড়ে ছোটনের শিষ্যরা। আগামীকাল ভুটানের বিপক্ষে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।