খেলা
মালদ্বীপের সঙ্গে ড্র করে সাফের যাত্রা শুরু করলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
(১০ ঘন্টা আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

ভারতের অরুণাচলে শুক্রবার মালদ্বীপের সঙ্গে ২-২ গোল সমতায় ম্যাচ শেষ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচের শুরুতে বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও শেষপর্যন্ত তা ধরে রাখতে পারেনি বাংলাদেশের যুবারা। ম্যাচের প্রথমার্ধে অধিনায়ক নাজমুল হুদা এবং রিফাত কাজির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থাকলেও ফরওয়ার্ডের ইব্রাহিম জাকি এবং আব্দুল্লাহর গোলে ম্যাচে সমতা ফেরায় মালদ্বীপ।
ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথমে এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। কিন্তু মুরশেদ আলীর কর্নার থেকে স্যামুয়েল রাকসাম মাথা ছোঁয়াতে পারেননি। সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। এরপর ১৩তম মিনিটে বাংলাদেশ এগিয়ে যায় অধিনায়ক নাজমুলের গোলে। মালদ্বীপের অধিনায়ক আজম রাশেদের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ জোরালো শটটি জালে জড়ান ফয়সাল।
এরপর ফরওয়ার্ডের রিফাত কাজী একাধিক চেষ্টা করেও ব্যর্থ হন। ২৭ মিনিটে মোরশেদ আলীর ক্রসে ফয়সাল বক্সের ভেতরে থেকে বাই সাইকেল কিক নেয়ার চেষ্টা করলেও সফল হননি। ম্যাচের ৪৫ মিনিটে রিফাত কাজির হেডে মালদ্বীপের জাল খুঁজে পায় বাংলাদেশ। বাংলাদেশ এগিয়ে যায় ২-০ গোলে।
হাফ টাইমের পর মাঠে নামানো হয় প্রবাসি ফুটবলার আব্দুল কাদিরকে। তবে ম্যাচে তেমন আশানুরূপ ফল করতে পারেননি লেফট উইঙ্গের এ প্লেয়ার। বরং এ ম্যাচে তাকে পেতে হয়েছে একটি হলুদ কার্ড। ম্যাচের ৫৭তম মিনিটে মালদ্বীপের প্রথম গোল শোধ হয়। ইব্রাহিম নাসেরের বাঁ প্রান্তের ক্রসে গোলকিপার এগিয়ে আসেন, অন্য প্রান্তে প্লেসিংয়ে অনুভ আবদুল্লাহর দারুণ ফিনিশিংয়ে ২-১ হয়। ৭৩ মিনিটে এহতান জাকি বক্সের সামনে থেকে জোড়ালো শটে ২-২ গোল করেন। বাকি সময় বাংলাদেশ চেষ্টা করেও ম্যাচে আর ফিরতে পারেনি। দুই দলই এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।আগামী ১১ই মে গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।