খেলা
মহাগুরুত্বপূর্ণ এল ক্লাসিকো’র রেফারি চূড়ান্ত
স্পোর্টস ডেস্ক
(৬ ঘন্টা আগে) ৯ মে ২০২৫, শুক্রবার, ১:৪০ অপরাহ্ন

স্প্যানিশ লা লিগায় আগামী রোববার মাঠে গড়াবে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মধ্যকার মহাগুরুত্বপূর্ণ লড়াই। এই ম্যাচ দিয়ে লীগ শিরোপা নির্ধারিত হবে অনেকটাই। বৃহস্পতিবার লীগের ৩৫তম রাউন্ডের সব ম্যাচের রেফারিদের তালিকা প্রকাশ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএসএফএফ)। ছয় বছরে মধ্যে প্রথম ও সব মিলিয়ে পঞ্চমবারের মতো ক্লাসিকো পরিচালনা করতে যাচ্ছেন স্প্যানিশ রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজ হার্নান্দেজ।
বার্সার মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশি সময় রাত ৮টায়। এই ম্যাচটিকে অনেকেই দেখছেন ‘শিরোপা নির্ধারক’ হিসেবে। কেননা, ৩৪ ম্যাচ শেষে ২৫ জয়, ৪ ড্র ও ৫ হারে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে কাতালানরাই। সমপরিমাণ ম্যাচে ২৩ জয়, ৬ ড্র ও ৫ হারে ৪ পয়েন্ট কমে দুইয়ে অল হোয়াইটরা। অর্থাৎ এই ম্যাচে হান্সি ফ্লিকের শিষ্যরা জিতে গেলে শিরোপার আশা অনেকটাই ভেস্তে যাবে রিয়ালের। অন্যদিকে নিজেরা জয় তুলে নিতে পারলে বার্সার ঘাড়েই নিঃশ্বাস ফেলবে এদিনের সফরকারীরা। সেক্ষেত্রে বাকি ৩ ম্যাচে পয়েন্ট হারালেই বিপাকে পড়ে যাবে ইয়ামাল-রাফিনহারা। তবে নিজেদের বাকি ম্যাচগুলোতে পয়েন্ট হারালে চলবে না কার্লো আনচেলোত্তির ছেলেদের।
হার্নান্দেজের পরিচালিত আগের চারটি ক্লাসিকোর সবশেষ দুটি হয় ড্র, বাকি দুই ম্যাচে একবার করে জেতে বার্সা ও রিয়াল। ২০১৫-১৬ মৌসুমে প্রথমবার ক্যাম্প ন্যুতে বার্সা-রিয়ালের ম্যাচ পরিচালনা করেন এই ৪২ বছর বয়সী রেফারি। লস ব্লাঙ্কোসদের ২-১ গোলে জেতা সেই ম্যাচে লাল কার্ড দেখেন দলটির কিংবদন্তি ডিফেন্ডার সার্জিও রামোস। দ্বিতীয় ক্লাসিকোটি হার্নান্দেজ পরিচালনা করেন সান্তিয়াগো বার্নাব্যুতে। সেবার যোগ করা সময়ে দলের কিংবদন্তি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির গোলে জয় তুলে নেয় কাতালুনিয়ান ক্লাবটি। সেদিনও লাল কার্ড দেখেন রামোস। এই স্প্যানিশ রেফারি পরের দু’টি ম্যাচের দায়িত্বে থাকেন ২০১৮ ও ২০১৯-এ। টানা চার বছর ক্লাসিকো পরিচালনার পর ফের এই হাইভোল্টেজ ম্যাচের দায়িত্ব সামলাতে যাচ্ছেন হার্নান্দেজ।