খেলা
জ্যাক ক্যালিসকে সর্বকালের সেরা ক্রিকেটার বললেন পন্টিং
স্পোর্টস ডেস্ক
(৩ ঘন্টা আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৫১ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী জ্যাক ক্যালিসকে সর্বকালের সেরা ক্রিকেটার বললেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপক মার্ক হাওয়ার্ডের ইউটিউব চ্যানেলে এ কথা বলেন অজিদের সবচেয়ে সফল এ সাবেক অধিনায়ক।
হাওয়ার্ডের ‘দ্য হাউয়ি গেমস’ পডকাস্ট অনুষ্ঠানে পন্টিং বলেন, ‘জ্যাক ক্যালিস এখন পর্যন্ত খেলা সেরা ক্রিকেটার। এ নিয়ে অন্যরা কে কী বলল, তা তোয়াক্কা করি না। জ্যাক ক্যালিসই সেরা তা আমার কাছে শেষ কথা। ১৩০০০ রান—৪৪ বা ৪৫টি টেস্ট সেঞ্চুরি এবং ৩০০ (টেস্ট) উইকেট। ওর (ক্যালিস) ক্যারিয়ারটা অসাধারণ। আপনি ৩০০ টেস্ট উইকেট নিতে পারেন এবং ৪৫টি টেস্ট সেঞ্চুরি করতে পারেন। কিন্তু একই সঙ্গে দুটিই করা আশ্চর্যজনক ব্যাপার। জ্যাক দুটিই করেছে।’ অস্ট্রেলিয়ার হয়ে রেকর্ড সর্বোচ্চ ৭১টি সেঞ্চুরি এবং ১৪৬টি ফিফটির দেখা পান রিকি পন্টিং। আন্তর্জাতিক হিসেবে তৃতীয় আর অস্ট্রেলিয়ার হয়ে রেকর্ড সর্বোচ্চ ২৭ হাজার ৪৮৩ রান সংগ্রহ করেন সফলতম এ অধিনায়ক। অস্ট্রেলিয়াকে রেকর্ড সর্বোচ্চ আইসিসি ট্রফি উপহার দিয়ে কিংবদন্তী হয়ে আছেন তিনি।
অন্যদিকে ৩২৮ ওয়ানডে ও ২৫ টি-টোয়েন্টি ও ১৬৬ টেস্ট-আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯.১০ গড়ে জ্যাক ক্যালিসের রান ২৫৫৩৪। ফিফটি আছে ১৪৯, সেঞ্চুরি ৬২টি। ৩২.১৪ বোলিং গড়ে উইকেট ৫৭৭টি। টেস্টে রেকর্ড ২৩বার ম্যাচসেরা হন ক্যালিস। ২০০৫ সালে হন আইসিসির বর্ষসেরা ক্রিকেটার। আইসিসির বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে একাদশে ছিলেন মোট আটবার। ২০২০ সালে হল অব ফেমেও জায়গা করে নেন সাউথ আফ্রিকান এ লিজেন্ড। টেস্ট ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ ১০ হাজার রান সংগ্রাহকদের মধ্যে ক্যালিসের চেয়ে ব্যাটিং গড় শুধু আছে আর একজনের। শ্রীলঙ্কান কিংবদন্তী কুমার সাঙ্গাকারার। কিন্তু দুজনের দূরত্বও খুব বেশি নয়। ক্যালিসের ৫৫.৩৭ এবং সাঙ্গাকারার ৫৭.৪০।
অজি তারকা পন্টিং ক্যালিসের বিষয়ে আরও বলেন, ‘আমি মনে করি ক্যালিস সর্বকালের সেরা ক্রিকেটার। তিনি সব সময় নিজেকে আড়াল করে রেখেছেন, মিডিয়াতে বেশি কথা না বলে নিজের সেরাটা উজার করে দিয়েছেন।’ এর আগেও ক্যালিসকে বিশ্বসেরা হিসেবে আখ্যা দিয়েছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল আরেক অধিনায়ক স্টিভ ওয়াহ।তখন অবশ্য ক্যালিস শুধু টেস্ট ক্যারিয়ারকেই বিদায় জানিয়েছিলেন।