বিনোদন
তৃণার ফেরা
বিনোদন ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার
বছর দুয়েক বিরতির পর ফের ছোট পর্দায় ফিরছেন ওপার বাংলার অভিনেত্রী তৃণা সাহা। মাঝে সিনেমায়ও পা রেখেছিলেন তিনি। তবে আবারো ছোট পর্দায় দেখা যাবে তাকে। প্রযোজক স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে ছোট পর্দায় আত্মপ্রকাশ ঘটে তৃণার। ২০১৬ সালে ব্লুজের প্রযোজনায় ‘খোকাবাবু’ সিরিয়ালের মাধ্যমে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন তৃণা। বছর দুয়েক পর সিরিয়ালটি শেষ হয়ে গেলে ২০১৯ সালে আবারো স্নেহাশিসের পরিচালনায় ‘কলের বউ’ সিরিয়ালে কাজ করেন। প্রায় ছয় বছর পর আবারো সেই ব্লুজের ঘরে ফিরছেন তৃণা। ইতিমধ্যে তার নতুন ধারাবাহিকের প্রোমো মুক্তি পেয়েছে। আর এই সিরিয়ালে তৃণার বিপরীতে আছেন ইন্দ্রজিৎ বসু। ‘লাভ বিয়ে আজকাল’ এর মাধ্যমে টেলিভিশনে তৃণার কাজ শেষ ছিল। বড় পর্দা ছেড়ে হঠাৎ ছোট পর্দায় ফেরার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, টেলিভিশনে ফিরবো না এমন কখনো ভাবিনি। তাছাড়া হাতে এখন কাজও নেই যে টেলিভিশনের অফার ফিরিয়ে দেবো। সিনেমা সিরিজের কিছু কাজ এলেও হয় আমাকে তাদের পছন্দ হয়নি কিংবা আমার কিছু জিনিস ভালো লাগেনি। এ ছাড়া কিছু ছবি তৈরি হলেও রিলিজ করার কোনো নিশ্চয়তা থাকে না। সব মিলিয়ে টেলিভিশনে ফেরার কথা ভাবলাম। তাই আবার ব্লুজের তরফ থেকে প্রস্তাব এলে আমি ফিরিয়ে দেইনি।