ঢাকা, ৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

ফের বিয়ে করলেন অভিনেতা মিলন

বিনোদন ডেস্ক

(১ মাস আগে) ৭ মার্চ ২০২৫, শুক্রবার, ১২:০৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন

mzamin

আবারও বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। প্রায় এক মাস আগেই বিয়ের কাজ সেরেছেন এ অভিনেতা। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এসময় তিনি মিলন ও তার স্ত্রীর বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। জানা গেছে, মিলন গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে তৃতীয়বারের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। অভিনেতার স্ত্রীর নাম শিপা। এ নিয়ে অভিনেতা জানান, তার বর্তমান স্ত্রী একটি মেডিকেল কলেজের হল প্রভোস্ট। এ সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূল কারণ হচ্ছে তার ছেলে মিহরান। তিনি বলেন, আমার পরিবার থেকে আম্মা তার সন্তানকে নিয়ে যেমন চিন্তা করছে, তেমনি আমার সন্তান নিয়ে আমি চিন্তা করছি। সেখান থেকে আমার মনে হয় আলহামদুলিল্লাহ, আমাদের সবার সিদ্ধান্ত হয়তো একটি ঠিক জায়গায় নেওয়া হয়েছে। আমার স্ত্রীর একটি ছেলে আছে, ওর নাম রাইয়ান আর আমার ছেলের নাম মিহরান। আমি হ্যাপি, আমার এখন দুটি সন্তান। 

প্রসঙ্গত, অভিনেতা মিলন ১৯৯৯ সালে লুসি গোমেজকে প্রথম বিয়ে করেন। ২০১৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর দ্বিতীয় স্ত্রী পলির সঙ্গে মিলনের বিয়ের গুঞ্জন শোনা যায়। তবে তা অস্বীকার করে আসছিলেন তিনি। এরপর ২০১৩ সালের অক্টোবরে শ্রীলঙ্কায় স্ত্রী পলি আর ছেলের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেন আনিসুর রহমান মিলন। পলি আহমেদ ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর ২০২২ সালে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

পাঠকের মতামত

Good Luck , Milon Bhai

Aktaruzzaman Bhuiya
৮ মার্চ ২০২৫, শনিবার, ৮:৫৭ অপরাহ্ন

good luck

mamun
৭ মার্চ ২০২৫, শুক্রবার, ৫:১৫ অপরাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status