বিনোদন
ফের ভারতে মাওরা
বিনোদন ডেস্ক
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই পাক নায়িকা মাওরা হোসেনকে ফের দেখা যাচ্ছে ভারতে। এপ্রিলে পেহেলগাম কাণ্ডের পরই পাকিস্তানের একাধিক অভিনেতা ভারতে নিষিদ্ধ হয়েছিলেন। শুধু বলিউডে কাজ করা নয়, সমাজমাধ্যমেও তাদের নিষিদ্ধ করা হয়েছিল। এ দেশের অনুসরণকারীরা দেখতে পাচ্ছিলেন না পাক-তারকাদের সমাজমাধ্যমের কার্যকলাপ। সেই তালিকায় রয়েছেন- হানিয়া আমির, আতিফ আসলাম, মাহিরা খান, ফাওয়াদ খান, মাওরা হোসেনের মতো তারকারা। গত মঙ্গলবার রাতে হঠাৎই জানাজানি হয়, প্রায় দুই মাস পর মাওরার ইনস্টাগ্রামের পোস্ট ফের দেখা যাচ্ছে ভারতে। তবে কি নিষেধাজ্ঞা উঠে গেল! এ প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি সংস্থা বা ভারত সরকারের তরফ থেকে। ২০১৬ সালে বলিউডে ‘সনম তেরি কসম’ ছবিতে অভিনয় করে ভারতীয় দর্শকদের মন জয় করেছিলেন পাক অভিনেত্রী মাওরা। পেহেলগাম কাণ্ডের পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়। বন্ধ হয় সাংস্কৃতিক আদান-প্রদান। সে সময়ে মাওরার সমাজমাধ্যমের অ্যাকাউন্ট নিষিদ্ধ করে সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল, ভারতে এই পাক নায়িকার অ্যাকাউন্ট পাওয়া যাবে না। তার অ্যাকাউন্ট বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে করা আইনি অনুরোধ মেনে নেয়া হয়েছে। উল্লেখ্য, অ্যাকাউন্ট নিষিদ্ধ করার আগেই পেহেলগাম কাণ্ড নিয়ে মাওরা একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি কাশ্মীরে ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’কে সমাজমাধ্যমে কাপুরুষোচিত বলেছিলেন, যা ভারতীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।