বিনোদন
রাষ্ট্রীয় সহযোগিতা চান তার পরিবার
বিনোদন ডেস্ক
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
লালনকন্যা ফরিদা পারভীন। নন্দিত এই শিল্পী দীর্ঘদিন ধরে লিভার ও ডায়াবেটিস রোগে ভুগছেন। শারীরিক সমস্যাগুলো নিয়ে বর্তমানে তিনি রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিল্পীর স্বামী কিংবদন্তি বংশীবাদক আব্দুল হাকিম বলেন, দীর্ঘদিন ধরেই ফরিদা পারভীন এই রোগে ভুগছেন। বর্তমানে ফুসফুসে পানি জমেছে তার। ডায়াবেটিসেরও সমস্যা আছে। এর বাইরেও ছোটখাটো আরও সমস্যা আছে। এই শারীরিক সমস্যাগুলো প্রকট আকার ধারণ করার কারণে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। কিন্তু আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে। কারণ আইসিইউতে প্রতিদিনের ব্যয় প্রায় লাখের কাছাকাছি, যা অনেক ব্যয়বহুল। তার পরিবারের পক্ষ থেকে এ খরচ মেটানো কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। গুণী এই শিল্পীর চিকিৎসার আর্থিক সহযোগিতার জন্য তার পরিবার রাষ্ট্রের কাছে অনুরোধ করেছেন। লালন গীতিকে দেশ-বিদেশে জনপ্রিয় করার জন্য রাতদিন অক্লান্ত পরিশ্রম করেছেন ফরিদা পারভীন, যা সত্যিই প্রশংসনীয়। লালনের বাণী তার কণ্ঠে স্বর্গীয় সুধা এনে দেয়। তার অসংখ্য জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘আমি অপার হয়ে বসে আছি’, ‘এই পদ্মা এই মেঘনা এই যমুনা’, ‘তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম’।