বিনোদন
আসছে কনার নতুন গান
স্টাফ রিপোর্টার
৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
ব্যক্তিগত সংকট পেরিয়ে সংগীতে পুরোপুরি মনোযোগ দিয়েছেন দিলশাদ নাহার কনা। দিলেন নতুন গানের সংবাদ। আসছে কনার নতুন গান ‘সোনা জান’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীতে আদিব কবির। নির্দেশনায় মোহন ইসলাম। শিগগিরই কে এম মিউজিকের ব্যানারে গানটি প্রকাশিত হবে। এ গানের ভিডিওতে মডেল হয়েছেন- পশ্চিমবঙ্গের অভিনেত্রী অলিভিয়া সরকার ও অমিত পাল।