ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বিনোদন

চিত্রনায়ক নাঈমের দাবি মেনে নিলেন ঢাবি কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার
২৭ জুন ২০২৫, শুক্রবার
mzamin

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ’র ১৫৩তম জন্মবার্ষিকী আজ। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে কিছু দাবি উত্থাপন করেন নবাব পরিবারের বংশধর ও জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সানন্দে গ্রহণ করেছেন তার দাবি। এমনটাই জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি, সেমিনার, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্‌যাপিত হয় জন্মবার্ষিকী। দিনব্যাপী এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। তিনি নবাব সলিমুল্লাহ’র উত্তরসূরি। ফেসবুকে একটি পোস্ট দেন নাঈম। সেখানে তিনি লেখেন, ৭ই জুন ছিল নবাব স্যার সলিমুল্লাহ বাহাদুরের জন্মদিন। সেই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সলিমুল্লাহ মুসলিম হলে নবাব স্যার সলিমুল্লাহ ১৫৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করেন। নবাব সলিমুল্লাহ’র বংশধরের পক্ষ থেকে আমরা সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম এবং আমাদের পক্ষ থেকে নবাব সলিমুল্লাহ’র অবদানের জন্য দাবি পেশ করি; যা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ সকলেরও দাবি ছিল এবং কর্তৃপক্ষ সানন্দে গ্রহণ করেন। হলের ছাত্র-ছাত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এত চমৎকার আয়োজনের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের উচ্চশিক্ষা ও মুসলিম সমাজের উন্নয়নে নবাব সলিমুল্লাহ’র অবদান যথাযথভাবে স্মরণ ও স্বীকৃতি দেয়াই ছিল তার দাবির মূল উদ্দেশ্য।
 

পাঠকের মতামত

চিত্রনায়ক নাঈমের দাবি মেনে নিলেন ঢাবি কর্তৃপক্ষ কোন দাবি???

রাশেদ
২৮ জুন ২০২৫, শনিবার, ৩:৪৮ অপরাহ্ন

দাবিটা কি?

সাইদ
২৭ জুন ২০২৫, শুক্রবার, ১:৪০ অপরাহ্ন

মুসলমানদের বিবেক যদি জাগ্রত থাকতো তবে পুরা ভারতবর্ষে মুসলিমদের নিকট নবাব সলিমুল্লাহ্‌ মধ্যমনি হয়ে থাকতেন। কিন্তু পাকিস্তান বা বাংলাদেশ কোথাও তার কণা পরিমান মূল্যায়ণ করা হয় নাই।

Ahmad Zafar
২৭ জুন ২০২৫, শুক্রবার, ৭:৪৪ পূর্বাহ্ন

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status