বিনোদন
কার অনুরাগী দীপিকা
বিনোদন ডেস্ক
১ জুলাই ২০২৫, মঙ্গলবার
হলিউডের কিংবদন্তি অভিনেতা ব্র্যাড পিটকে খোলা চিঠি লিখলেন বলিউডের দাপুটে নায়িকা দীপিকা পাড়ু-কোন। আর দীপিকার এই পোস্ট দেখে বোঝাই যাচ্ছে তিনি ব্র্যাড পিটের একজন বড় অনুরাগী বাকি আর পাঁচজন সিনেপ্রেমীর মতোই। ২৭শে জুন সদ্য মুক্তি পাওয়া ব্র্যাড পিটের নতুন ছবি ‘এফ১’। মুক্তির তিনদিনের মাথায় দীপিকা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন, ‘ব্র্যাড পিট। নামটাই যথেষ্ট। ব্যস এটুকুই। এটাই আজকের পোস্ট।